ফাস্ট চেক
ইন্দোনেশিয়ায় ধস নামার ভিডিও ছড়ালো গোয়ার ঘটনা বলে
বুম দেখে গোয়ার মারগাও নয়, ৯ এপ্রিল ২০২০ ধস নামার ঘটনাটি ঘটে ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার সিয়ানজুরে।
Claim
ইন্দোনেশিয়াতে রাস্তায় ধস নামার ভিডিওকে সোশাল মিডিয়ায় ভুয়ো দাবি সহ গোয়ার মারগাওয়ের ঘটনা বলা হচ্ছে। ফেসবুক পোস্টে বলা হচ্ছে, “গোয়া মারগাওয়ের হাইওয়েতে ধস” (মূল ইংরেজিতে ক্যাপশন: Goa Madgaon landslide on highway) বুম ভিডিওটি তার হেল্পলাইন নম্বরেও তথ্য যাচাইয়ের জন্য পেয়েছে।
FactCheck
বুম দেখে ৯ এপ্রিল ২০২০ এই ধস নামার ঘটনাটি ঘটে ইন্দনেশিয়ার পশ্চিম জাভার সিয়ানজুরে। এব্যাপারে একাধিক ইন্দোনেশিয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। ১০ এপ্রিল ২০২০ মেট্রো টিভি নিউজ নামে ইন্দোনেশিয়ার সংবাদ চ্যানেলে এই ধস নামা নিয়ে খবর সম্প্রচার করা হয়েছে। ইউটিউবে ভিডিওটি দেখা যাবে এখানে। মে মাসে এই ভিডিওটিকেই গুয়াহাটি-শিলং রোডের ঘটনা বলে শেয়ার করা হয়েছিল। বুম সেসময় ভিডিওটির তথ্য-যাচাই করে।
Claim : ভিডিওতে দেখা যায় গোয়ার মারগাওয়ের রাস্তার উপর ধস নামছে
Claimed By : Facebook Posts
Fact Check : False