লিবিয়া উপকূলে নৌকাডুবির ভিডিওকে চিনে কোভিড-১৯ মৃত লাশ ভাসানো বলা হল
বুম দেখে ভিডিওটি ২০১৪ সালের, সেই সময় লিবিয়া উপকূলে নৌকাডুবির ফলে মৃতদেহ তীরে ভেসে আসে।
Claim
১ মিনিট ৫২ সেকেন্ডের ভিডিও শেয়ার করে দাবি করা হয়েছে চিন করোনাভাইরাসে মৃত ব্যক্তিদের সমুদ্রে ভাসিয়ে দিচ্ছে। ফেসবুক পোস্টটিতে দাবি করা হয়েছে, ‘‘চিনের করোনাই মৃত ব্যক্তিকে সমুদ্রে ফেলেছে, যা প্রতিবেশীর দেশের সমুদ্রের তীরে ভেসে আসছে। এই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। चीने करोना से मारने वाले को समुद्र में फेंक दिया। जिससे पड़ोसी देश के समुद्रा बहके आ गया। इस वीडियो सोशल मीडिया में घायल कर दो।’’
FactCheck
২০১৪ সালে লিবিয়ার সমুদ্র উপকুলে ঘটে যাওয়া একটি নৌকাডুবির ঘটনার ভিডিও এটি। লিবিয়ার রাজধানী ত্রিপলি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে সমুদ্র তটে ওই নৌকাডুবিতে মৃতদের লাশ খুঁজে পাওয়া যায়। মৃতেরা সবাই আফ্রিকার। সমুদ্রপথে তারা বেআইনি ভাবে আফ্রিকা থেকে ইউরোপের মূল ভূখন্ডের দিকে যাচ্ছিলেন। ইংল্যান্ডের টেবলয়েড পত্রিকা ডেইলি মেইল-এর একটি প্রতিবেদনে সমুদ্রতীরে এই দুর্ঘটনায় উদ্ধারকার্যের ছবি ব্যবহার করা হয়েছে। বুম এব্যাপারে ভুয়ো খবর এপ্রিল মাসে খণ্ডন করেছে।