২০১২ সালে অন্ধ্রপ্রদেশের অনুষ্ঠানের ভিডিও ছড়াল দুবাই-এর ঘটনা বলে
বুম যাচাই করে দেখে ভিডিওটি ২০১২ সালে অন্ধ্রপ্রদেশের সত্য সাইঁ বাবার আশ্রম প্রশান্তি নিলায়মে হওয়া এক অনুষ্ঠানের দৃশ্য।
Claim
২০১২ সালে অন্ধ্রপ্রদেশের সত্য সাইঁ বাবার আশ্রমে অনুষ্ঠিত অনুষ্ঠানে মুসলিম মহিলাদের ‘রাম ভজন’-এর দৃশ্যকে সোশাল মিডিয়ায় ভুয়ো দাবি সহ দুবাইয়ের ঘটনা বলা হচ্ছে। ৯ মিনিট ৫৫ সেকেন্ডের ভিডিওতে মুসলিম মহিলাদের হারমোনিয়াম বাজিয়ে ভজন গাইতে দেখা যায়। ফেসবুকে ভিডিওটি শেয়ার করে ক্যাপশন লেখা হয়েছে, “হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বর্তমানে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর মানুষ সনাতন ধর্মের দিকে আকর্ষিত হচ্ছে। ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, পবিত্র সনাতন ধর্মের মূল্যায়ন কতটুকু বিশ্বজুড়ে। দুবাইয়ে নতুন যুগের সূচনা, মুসলিম নারীরা মসজিদে রাম ভজন পরিবেশন করলেন তার স্বামীরা। শেখরা হাততালি দিয়ে সমর্থন করলেন।”
FactCheck
বুম দেখে ভিডিওটি দুবাই-এর ঘটনা নয়। ইউটিউবে কিওয়ার্ড সার্চ করে দেখে মূল ভিডিওটি ১৭ জুলাই ২০১২ word শ্রী সত্য সাইঁ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছিল। ওই ভিডিওর ৪৪ মিনিট অংশ থেকে সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটির দৃশ্য দেখা যাবে। অনুষ্ঠানটিতে বাহারিন, ইরান, কুয়েতের মত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ভক্তরা যোগদান করেছিল বলে প্রতিবেদন প্রকাশ করে কলম্বো টেলিগ্রাফ। বুমের তরফ থেকে প্রশান্থি নিলায়ম আশ্রমে যোগাযোগ করা হলে তারা নিশ্চিত করে জানায় ভিডিওতে দেখতে পাওয়া মহিলারা হলেন মুসলিম। শ্রী সত্য সাইঁ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা দীর্ঘ সংস্করণের ভিডিওটিতে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের বিভিন্ন ভাষায় নানা ধরণের ভজন পরিবেশন করতে দেখা যায়। বুম এই ভিডিও ২০১৯ সাল থেকে একাধিকবার তথ্য-যাচাই করেছে।