হলিউড অভিনেত্রী কেটি হোমসের ফোটোশ্যুটের ছবি ফের ভুয়ো দাবিতে ভাইরাল
বুম দেখে হার্পার্স বাজার ম্যাগাজিনের "ডিসেম্বর ২০১৮/ জানুয়ারী ২০১৯" সংখ্যার জন্য অভিনেত্রী কেটি হোমস ছবিটি তোলেন।
Claim
হার্পার্স বাজার ম্যাগাজিনের জন্য তোলা হলিউড অভিনেত্রী কেটি হোমসের ছবি আবারও ভুয়ো দাবিসমেত ছড়ান হয়েছে সোশাল মিডিয়ায়। বিখ্যাত ইতালীয় গায়িকা জুলিয়া মার্কিনের ১৯৫৫ সালের চিত্র হিসেবে দাবি করে ভাইরাল ছবিটিকে পোস্ট করে লেখা হয়, "1955 সালে ইতালির বিখ্যাত গায়িকা "জুলিয়া মার্কিন" শহরের এক মোড়ে দাঁড়িয়ে নিজের শরীর থেকে "ব্রা" খুলে বলেন - "এটা নিলাম করতে চাইছি, বলুন কতো টাকা দেবেন? উপস্থিত জনগণ ব্রা কেনার জন্য মরিয়া হয়ে ওঠে। নিলামে 3000 ডলার পর্যন্ত দাম ওঠে। গায়িকা অট্টহাসিতে ফেটে পড়েন। তিনি বলেন -- "তোমরা অত্যন্ত বোকা মানুষ।। যৌন সম্পর্ক স্থাপন করতে পারবে না এটা জেনেও আমার ব্রা কেনার জন্য 3 হাজার ডলার খরচ করতে চাইছো? অথচ কোনো দরিদ্র অভুক্ত মানুষ সামান্য খাদ্য চাইলে তাকে 1 ডলার ও দিতে চাইবে না। "তোমাদের মনমানসিকতা দেখে আমি অত্যন্ত লজ্জিত, দুঃখিত। এটাই বর্তমান অবস্থা কিছু মানুষ আছেন যাদের শত কোটি টাকা আছে কিন্ত অসহায়দের জন্য এক টাকা খরচ করতে রাজি না কিন্ত অবৈধ কাজের জন্য কোটি টাকা খরচ করতেও রাজি"।
FactCheck
বুম ২০২১ সালে একই দাবি করে ছবিটি ভাইরাল হলে তার তথ্য যাচাই করে। রিভার্স ইমেজ সার্চ করে জানা যায় হলিউড তারকা কেটি হোমস হার্পার্স বাজার ম্যাগাজিনের ডিসেম্বর ২০১৮/ জানুয়ারী ২০১৯ সংখ্যার জন্য ছবিটি তোলেন। জয়ি গ্রসম্যানকে ছবিটি তোলার কৃতিত্ব দেওয়া হয়। স্যান ফ্রান্সিস্কোর একটি বিপণির সামনে ১৯৬৯ সালে মার্কিন নারী স্বাধীনতা আন্দোলনে এক মহিলার প্রতিবাদের ভঙ্গিমায় অভিনেত্রী কেটি হোমস ২০১৮ সালে এই ছবিটি তোলেন। সংশ্লিষ্ট ম্যাগাজিনের মুখপাত্র সংবাদ সংস্থা এএফপিকে এবিষয়ে জানান, "হার্পার্স বাজারের (মার্কিন) ডিসেম্বর ২০১৮/ জানুয়ারী ২০১৯ সংখ্যার জন্য ফোটোশ্যুট থেকে (ছবিটি) নেওয়া।" হার্পার্স বাজারের ২০ নভেম্বর ২০১৮ করা এক টুইটেও ছবিটিতে কেটি হোমসকে দেখা যাচ্ছে বলে উল্লেখ করা হয়। টুইটটি এখানে দেখতে পাওয়া যাবে।