আরএসএস সদস্যরা ব্রিটেনের রানিকে অভিবাদন জানাচ্ছেন? ছড়াল সম্পাদিত ছবি
বুম দেখে আরএসএসের কিছু সদস্য ও রানি দ্বিতীয় এলিজাবেথের আলাদা ও সম্পর্কহীন দুটি ছবি জুড়ে ভুয়ো এই ছবি তৈরি করা হয়েছে।
Claim
সম্প্রতি ব্রিটেনের রানিকে আরএসএস সদস্যরা অভিবাদন জানাচ্ছেন দাবি করে এক ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 'আরএসএস' ক্যাপশন সমেত ছবিটির বিবরণী হিসেবে লেখা হয়, "ইংরেজ বন্দনার নজির। এই ফটোটি অনেক কষ্টে পাওয়া যায়, এটি প্রতিটি ফোনে পৌঁছানো উচিত। সবাইকে জানতে দাও দেশের বিশ্বাসঘাতক কে? গোটা দেশ যখন ব্রিটিশদের সাথে যুদ্ধ করছিল, কিছু বিশ্বাসঘাতক ইংল্যান্ডের রানীকে স্যালুট করছিল, শোনা যায় তাদের বংশধররা নিজেদের দেশপ্রেমিক বলে।"
FactCheck
একই দাবি সমেত ২০২১ সালে এই ছবি ভাইরাল হলে বুম তার তথ্য যাচাই করেছিল। আমরা অনুসন্ধানে দেখতে পাই পরস্পর দুটি সম্পর্কহীন ছবি জুড়ে ভাইরাল এই ভুয়ো ছবি তৈরি করা হয়। ২০১৩ সালের ১৪ অগস্ট নাগপুর টুডেতে ও ২০১৫ সালের ২২ জানুয়ারি ডেকান ক্রনিক্যালে আরএসএস স্বেচ্ছাসেবকদের ছবিটি ছাপা হয়। এছাড়াও ২০০৮ সালের এপ্রিল মাস থেকে ছবিটি উইকিপিডিয়াতে রয়েছে বলে দেখতে পাওয়া যায়। অন্যদিকে গেট্টি ইমেজেসের ওয়েবসাইটে ইংল্যান্ডের রানি দ্বিতীয় এলিজাবেথের পুরনো ছবিটিকে খুঁজে পাওয়া যায়। ছবিটির বর্ণনা হিসেবে সেখানে লেখা হয়, "১৯৫৬ সালের ২ ফেব্রুয়ারি কমনওয়েলথ দেশগুলির সফরকালে তোলা এই ছবিতে রানি দ্বিতীয় এলিজাবেথ নতুন নামকরণ করা রানির নিজস্ব নাইজিরীয় রেজিমেন্টের পরিদর্শন করছেন কাদুনা বিমানবন্দরে"। দ্য টাইমসে ২০১৮ সালের এপ্রিল মাসেও এই একই ছবি ছাপা হয়েছিল।