বাংলাদেশে ধর্মীয় হিংসা নয়, ২০১৫ সালে পদপিষ্ঠে মৃত পরিজন শোকে এই নারী
বুম দেখে ২০১৫ সালের ২৭ মার্চ তোলা ছবিটি আসলে বাংলাদেশের নারায়ণগঞ্জে পদপিষ্ঠ হওয়ার ঘটনায় স্বজন হারানো এক শোকার্ত মহিলার।
Claim
শোকার্ত একজন মহিলার এক পুরুষের কাঁধে হাত রেখে কান্নার একটি ছবি সোশাল মিডিয়ায় ভুয়ো দাবিতে ছড়ানো হচ্ছে। গ্রাফিকটিতে ওই ছবির পাশাপাশি ইংরেজিতে ক্যাপশন লেখা হয়, "বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ বন্ধ হোক"। এর পাশাপাশি হিন্দুরা বাংলাদেশে সুরক্ষিত নয় দাবিতে একটি হ্যাশট্যাগেরও উল্লেখ রয়েছে ওই গ্রাফিকে।
FactCheck
বুম রিভার্স সার্চ করে ছবিটিকে ২৭ মার্চ ২০১৫ প্রকাশিত ভেনিজুয়েলার গণমাধ্যম এল ইস্টিমুলো ও ইকুয়েডরের গণমাধ্যম ইকুয়াভিসাতে স্প্যানিশ ভাষার দুটি প্রতিবেদনে খুঁজে পায়। এল ইস্টিমুলোর প্রতিবেদনটির শিরোনামকে বাংলা অনুবাদ করলে তার অর্থ দাঁড়ায়, "হিন্দু উৎসব চলার সময় বাংলাদেশে ১০ জন নিহত" (মূল স্প্যানিশে: 10 muertos durante un festival hindú en Bangladesh) প্রতিবেদনটির অনুবাদ অনুযায়ী, বাংলাদেশের নারায়ণগঞ্জে পদপিষ্ঠ হওয়ার ঘটনাটিতে ১০ জন নিহত হন এবং আহত হন একাধিক। ওই দুর্ঘটনাটি সকাল ৯ টার সময় ঘটে। এর আগেও ২০২১ সালে ছবিটি একই ভুয়ো দাবিতে ভাইরাল হলে বুম তার তথ্য যাচাই করে।