কৃত্রিম সূর্য তৈরির ভুয়ো দাবিতে ছড়াল চিনের রকেট উৎক্ষেপণের ভিডিও
বুম দেখে ভাইরাল ভিডিওতে চিনের 'লং মার্চ-৭এ-ওয়াই৩' রকেট উৎক্ষেপণের দৃশ্য দেখতে পাওয়া যায়।
Claim
ভারতের প্রতিবেশী দেশ চিন কৃত্রিম সূর্য তৈরি করে ফেলেছে দাবি করে সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। ভাইরাল ওই ভিডিওটিতে এক বিশালাকার অগ্নিবলয়কে আকাশের দিকে উঠে যেতে লক্ষ্য করা যায়। চারিদিকে ছড়িয়ে পড়া কমলা আভার সেই দৃশ্যকে ক্যামেরাবন্দি করতে বেশ কিছু মানুষকে দেখা যায় ওই ভিডিওতে। ভিডিওটির ক্যাপশন হিসাবে লেখা হয়, "চীনের তৈরি সূর্য্য"।
FactCheck
বুম দেখে পুরনো এক চিনের রকেট উৎক্ষেপণের ভিডিওকে ডিজিটাল পদ্ধতিতে উল্টো করে ভাইরাল ভিডিওটি তৈরি করা হয়েছে। পুরনো সেই রকেট উৎক্ষেপণের ভিডিওটিও এবছর জানুয়ারি মাসে একই ভুয়ো দাবি করে ছড়ালে বুম তার তথ্য যাচাই করে। আমরা দেখতে পাই অন্য কোণ থেকে তোলা এই একই ঘটনার ভিডিও আমেরিকার তথ্য যাচাইকারী সংস্থা পলিটিফ্যাক্ট এবং পোস্ট তাদের অনুসন্ধানে চিনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েবোতে উপস্থিত। পোস্টটির ক্যাপশন হিসেবে লেখা হয়, "火箭发射现场,让我们一起见证中国航天的伟大力量" (রকেট উৎক্ষেপণের জায়গা, চিনের মহাকাশ গবেষণার কি বিরাট ক্ষমতা দেখুন)। এই তথ্যের ভিত্তিতে আমরা চিনের রকেট উৎক্ষেপণ সংক্রান্ত প্রতিবেদন খতিয়ে দেখলে লং মার্চ-৭এ-ওয়াই৩ নামক রকেট উৎক্ষেপণের বিভিন্ন প্রতিবেদন দেখতে পাই। লং মার্চ-৭এ-ওয়াই৩ শিয়াং ১২ ০১ এবং ০২ স্যাটেলাইটকে নিজেদের কক্ষপথে পাঠায়। চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের (সিজিটিএন) এক প্রতিবেদনে বলা হয়, চিনের হেইনাং প্রদেশের ওয়েঞ্চ্যাং স্পেসক্র্যাফট লঞ্চ সাইট থেকে ২০২১ সালের ২৩ ডিসেম্বর ৬ টা ১২ মিনিটে লং মার্চ-৭এ ওয়াই৩ উৎক্ষেপণ করা হয়।