অন্ধ্রপ্রদেশে মুসলিম মহিলাদের রাম ভজন করার ভিডিও দুবাই বলে ছড়াল
বুম দেখে ২০১২ সালের এই ভিডিওতে অন্ধ্রপ্রদেশে সত্য সাঁই বাবার আশ্রম প্রশান্তি নিলায়মে হওয়া এক অনুষ্ঠানের দৃশ্য দেখা যায়।
Claim
বোরখা পরিহিত কিছু মুসলিম মহিলার রাম ভজন করার পুরনো এক ভিডিও আবারও দুবাইয়ে হওয়া এক অনুষ্ঠানের দাবি করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি পোস্ট করে লেখা হয়, "দুবাইয়ে মুসলিম মা বোনেরা নতুন উদ্যোগ নিয়ে মসজিদে রাম ভজন করেন এবং তাদের শেখ স্বামীরা হাততালি দিয়ে ছন্দময় ভাবে সমর্থন করেন। ভারতে হলে ইসলাম বিপদে পড়তো। পৃথিবীর সব রাস্তা যদি গুগলে দেখায় তাহলে সনাতন ধর্মের স্বর্গের রাস্তা দেখাবে গীতা। জয় শ্রী কৃষ্ণ"।
FactCheck
এর আগে ২০২১ সালে এই ভিডিও একই ধরণের ভুয়ো দাবিতে ভাইরাল হলে বুম তার তথ্য যাচাই করে। আমরা সেসময় কিওয়ার্ড সার্চ করে দেখি ভাইরাল ভিডিওটির দীর্ঘতর সংস্করণ ২০১২ সালের ১৭ জুলাই তারিখে শ্রী সত্য সাইঁ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছিল। ভাইরাল হওয়া ভিডিওটিতে থাকা দৃশ্য দীর্ঘতর ভিডিওটির ৪৪ মিনিট অংশ থেকে দেখতে পাওয়া যায়। শ্রী সত্য সাইঁ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা দীর্ঘতর সংস্করণের ভিডিওটিতে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের বিভিন্ন ভাষায় নানা ধরণের ভজন গাইতেও শোনা যায়। ওই অনুষ্ঠানে ইরান, বাহারিন, কুয়েতের মত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ভক্তরা যোগদান করেছিল বলে রিপোর্ট করে কলম্বো টেলিগ্রাফ। ২০১৯ সালে বুমের তরফে প্রশান্থি নিলায়ম আশ্রমে যোগাযোগ করা হলে তারা নিশ্চিত করে ভিডিওতে দেখতে পাওয়া মহিলারা হলেন মুসলিম।