মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের কাঁদাবেন বলা শিরোনাম সহ ছবিটি ভুয়ো
বুম দেখে ২০ এপ্রিল ২০১৯ বর্তমান সংবাদপত্রে প্রকাশিত মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সহ শিরোনাম বিকৃত করে ছড়ানো হচ্ছে।
Claim
সোশাল মিডিয়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ বর্তমান পত্রিকার একটি সম্পাদিত শিরোনামের ছবি শেয়ার করা হচ্ছে, যার শিরোনাম, "৪২ টা আসন দিন হিন্দু কীভাবে কাঁদা তে হয় দেখিয়ে দেব: মমতা।" ফেসবুক পোস্টটিতে আরও লেখা হয়েছে, "এটাই হল তৃণমূল এখন সিদ্ধান্ত আপনার।’’ পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট প্রচার আবহে এই ছবিটি সোশাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে।
FactCheck
২০ এপ্রিল ২০১৯ বর্তমান সংবাদপত্রের একটি প্রতিবেদনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে শিরোনাম হিসেবে লেখা হয়। ভাইরাল ছবিটিতে ওই শিরোনামকে বিকৃত করা হয়েছে। ওই শিরোনামে লেখা ছিল, "৪২ টি আসন দিন, দিল্লি কীভাবে কাঁপাতে হয় দেখিয়ে দেব।" তিনি এই মন্তব্যটি বহরমপুর স্টেডিয়ামে দলীয় প্রার্থী অপূর্ব সরকারের সমর্থনে যে জনসভার আয়োজন করা হয় সেখানে বলেন। বুম এই ভুয়ো ছবিটির একাধিকবার তথ্য যাচাই করেছে। বুম ২০১৯ সালের এপ্রিল মাসে এই ভুয়ো খবরটি প্রথম খণ্ডন করে।