ইসলামিক টুপি পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দোয়া করার ছবিটি সম্পাদিত
বুম দেখে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার ২০১৬-র ইদের ছবি বিকৃত করে নরেন্দ্র মোদীর মুখ বসানো হয়েছে।
Claim
সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইসলামিক টুপি পরা একটি ফোটোশপ করা ভুয়ো ছবি পশ্চিমবঙ্গের সপ্তম দফার বিধানসভা নির্বাচনের আগে জিইয়ে উঠল। ইসলামিক প্রার্থনার ভঙ্গিমায় নরেন্দ্র মোদীর ছবিটি ফেসবুক পোস্টে শেয়ার করে বিভ্রান্তিকর দাবি করা হয়েছে ভোটের মুখে তিনি তোষণের রাজনীতি করছেন। ওই পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়ের একটি ইসলামিক প্রার্থনার ছবিও শেয়ার করা হয়েছে। আইএসএফ দলের প্রধান আব্বাস সিদ্দিকি ও তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যয়ের সঙ্গে নরেন্দ্র মোদীর ওই ভুয়ো ছবির তুলনা করে রাজনৈতিক নীতির সমালোচনা করা হয়েছে।
FactCheck
বুম দেখে ছবির কোলাজে থাকা ইসলামিক প্রার্থনার ভঙ্গিমায় মাথায় টুপি পরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিটি ফোটোশপ করা। জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার একটি ছবি বিকৃত করে সেই ছবিতে নরেন্দ্র মোদীর মুখকে বসানো হয়েছে। বুম দেখে ওমর আবদুল্লার ২০১৬ সালে শ্রীনগরে ইদ উদযাপনের ছবিকে বিকৃত করা হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই-কে উদ্ধৃত করে ইন্ডিয়ান এক্সপ্রেস-এর গ্যালারিতে ছবিটি প্রকাশিত হয়েছিল ৬ জুলাই, ২০১৬। বুম এই ছবিটির ২০১৯ সালের মে মাসে প্রথম তথ্য-যাচাই করেছিল।