ইনিই কি সেই মহিলা পাইলট যিনি পাকিস্তানের ওপর বিমান হামলা চালিয়ে ছিলেন?
পাকিস্তানের ওপর বিমান হামলায় অংশ নিয়ে ছিলেন এই মিথ্যে দাবি সহ মহিলা যুদ্ধবিমান চালকের ছবিটি শেয়ার করা হচ্ছ।
Claim
“বায়ুসেনার একমাত্র মহিলা বৈমানিক যিনি পাকিস্তানের মধ্যে ঢুকে ৩০০ সন্ত্রাসবাদীকে মেরেছিলেন। ভারতের বাঘিনীকে অভিনন্দন।” (হিন্দিতে লেখা হয়, पाकिस्तान में घुसकर 300 आतंकवादियों कोमारने वाली एकमात्र एकमात्र महिलाएयरफोर्स सैनिक. इस भारतीय शेरनीको बधाईव नमन)
FactCheck
দাবিটি মিথ্যে। বুম দেখে যে, ছবিতে যে মহিলাকে দেখা যাচ্ছে উনি হলেন, বায়ু সেনার বৈমানিক অবনি চতুর্বেদী। ভারতীয় বায়ু সেনার প্রথম মহিলা যুদ্ধবিমান চালক হিসেবে যোগ দেন ২০১৬ সালে। বুম এই দাবিটি আগেও খণ্ডন করেছিল, যখন বালাকোট বিমান হামলার পর সেটি ভাইরাল হয়। বীরত্বের জন্য বায়ুসেনার পাঁচ বিমান চালককে ‘বায়ুসেনা পদক’ দেওয়া হয়। তারা হলেন উইং কমান্ডার অমিত রঞ্জন, স্কোয়াড্রন লিডার রাহুল বাসোয়া, পঙ্কজ ভুজাডে, বিকেএন রেড্ডি এবং শশাঙ্ক সিং। পাকিস্তানের বালাকোটে জৈইশ-ই-মোহম্মদের সন্ত্রাসী শিবিরে বোমা হামলা চালানর জন্য তাদের ওই সম্মান দেওয়া হয়। বায়ুসেনার স্কোয়াড্রন লিডার মিন্টি আগরওয়ালকে্ ওই অভিযানের সমন্বয়কারী হিসেবে দেওয়া হয় ‘যুদ্ধ সেবা মেডেল’। ইন্ডিয়া টুডে তাদের ২০১৯ সালের ২৪ অগস্ট প্রকাশিত রিপোর্টেএকথা জানায়।