ফাস্ট চেক
টুপি পরে দোয়া করার ভঙ্গিমায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিটি ফটোশপ করা
বুম খুঁজে পেয়েছে আসল ছবিটি জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার। সেটি ২০১৬ সালে ঈদের সময় তোলা একটি ছবি।
Claim
“আমার নেত্রী যদি মমতাজ বেগম হয়। তবে পাশের ব্যাক্তি টা কী? পাশের ভদ্রলোক কী তোষণ করছে?”
FactCheck
দুটি ছবির কোলাজ করে ফোটোশপে নরেন্দ্র মোদীর নামাজ পড়ার একটি ছবি বানানো হয়েছে। জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার একটি ছবি বিকৃত করে মোদীর মুখ বানানো হয়েছে। মমতা ব্যানার্জী এবং নরেন্দ্র মোদীর মধ্যে যে রাজনৈতিক প্রবণতা বা ঝোঁক আছে, কোলাজটি সেই দুটির মধ্যে একটা তুলনা টানার চেষ্টা করছে। মুসলিম ভোট ব্যাঙ্ক নিয়ে মমতা ব্যানার্জী যখন সমালোচিত হচ্ছেন, তখন অন্যদিকে নরেন্দ্র মোদীকে মুসলমান মেরুকরণের জন্য প্রায়শই দোষারোপ করা হচ্ছে।