সিআইএ কী লাদেনের মৃত্যুর পর ক্ষমা চেয়েছিল?
মূল লেখাটি আমেরিকার ব্যাঙ্গাত্মক ওয়েবসাইট দ্য অনিয়ন-এর।
Claim
‘‘দেখ ভাই। ৯/১১ তে ওসামা বিন লাদেনের যোগ পাওয়া যায়নি। সিআইসএ ক্ষমা চেয়েছে। এবার বলুন আসলে কী হয়েছিল। অনেক আগে আমি এই ব্যাপারে লিখেছিলাম ৯/১১ এর ঘটনা সমস্ত রাজনৈতিক প্ররোচনায়। আমেরিকা ও ইসরায়েল এর শয়তানি যোগসাজস। মনে আছে যেদিন হামলা হয়েছিল ওই দিন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ইহুদি কর্মচারীরা ছুটিতে ছিল। এবং সাম্প্রদায়িক সম্প্রীতির উপর ছেলাখেলা চলছে।”
FactCheck
ওসামা বিন লাদেনের সম্পর্কে সিআইয়ের মরনোত্তর ক্ষমা চাওয়া পোস্টের ছবিটি দ্য অনিয়ন ডট কম-এর একটি ব্যাঙ্গাত্মক প্রতিবেদনের অংশ। এই ওয়েবসাইটের লেখাটি সিআইএ ডিরেক্টর জিনা হাসপেলের কাল্পনিক মতামত ও বক্তব্য দিয়ে সাজানো হয়েোছিল। তিনি নাকি বিন লাদেনের পরিবারের কাছে আবেগতাড়িত ভাবে ক্ষমা চেয়েছিলেন। সিআইএ-নাকি বিন লাদেনের মৃত্যুর ক্ষতিপূরণ দিয়েছিল ১৮ মিলিয়ন ডলার। দ্য অনিয়ন প্রধানত স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক নানা ঘটনাবলি নিয়ে রসালো, ব্যাঙ্গাত্মক, কাল্পনিক লেখা প্রকাশ করে। আমেরিকার শিকাগো শহরে রয়েছে এর প্রধান কার্যালয়। বুম কাশ্মীরি একটি ওয়েবসাইটের দ্য অনিয়নের প্রতিবেদন আধারিত বিন লাদেন কে নিয়ে লেখা ভুয়ো খবর আগেই খন্ডন করেছে।