ফাস্ট চেক
না, এটি গডসের প্রতি প্রধানমন্ত্রী মোদীর শ্রদ্ধা নিবেদনের ছবি নয়
বিজেপির মতাদর্শ গুরু দীনদয়াল উপাধ্যায়ের মূর্তিতে প্রধানমন্ত্রীর মাল্যদান করার ছবি নাথুরাম গডসের প্রতি শ্রদ্ধা-নিবেদন বলে সোশাল মিডিয়ায় দাবি করা হচ্ছে।
Claim
"কী শয়তান ভন্ড লোক রে!গান্ধীকেও পুজো করে আবার তাঁর খুনীর মূর্তিতেও ফুল মালা দেয়।"
FactCheck
ফেসবুক পোস্টে দাবি করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাত্মা গান্ধীর আততায়ী নাথুরাম গডসেকে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী ২০১৭ সালের ৬ এপ্রিল বিজেপির ৩৭তম প্রতিষ্ঠা দিবসে প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার বরিষ্ঠ সদস্যদের নিয়ে নয়াদিল্লিতে দলীয় সদর-দফতরে গিয়েছিলেন। সেখানেই প্রধানমন্ত্রী দলের মতাদর্শগত পূর্বসূরি দীনদয়াল উপাধ্যায়ের প্রতি সপারিষদ শ্রদ্ধা নিবেদন করেন। উপাধ্যায়ের আবক্ষ মূর্তির ছবিকেই ভুয়ো ক্যাপশন দিয়ে নাথুরাম গডসের মূর্তি বলে পোস্টে চালানো হয়। এবছরের মে মাসে এই ছবিটি একই দাবি সহ ভাইরাল হয়েছিল। বুম তখন ওই মিথ্যে দাবিটি খন্ডন করে।
Claim : প্রধানমন্ত্রী মোদী গান্ধীর খুনির প্রতি শ্রদ্ধ নিবেদন করেছেন
Claimed By : FACEBOOK POST
Fact Check : FALSE