পাকিস্তানে বন্দুক দেখিয়ে নাটকীয় ডাকাতি মুম্বাইয়ের ঘটনা বলে ছড়ানো হচ্ছে
বুম দেখে ঘটনাটি এ বছর অগস্টে পাকিস্তানের করাচিতে ঘটেছিল।
পাকিস্তানের করাচিতে চার অল্পবয়সী ছেলে এক গাড়ির চালককে বন্দুক দেখিয়ে ডাকাতি করার চাঞ্চল্যকর ভিডিও ভারতে ভাইরাল হয়েছে। বলা হচ্ছে, ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের ঘাটকোপারে।
ভিডিও ক্লিপটি এক মিনিটের। তাতে চার বাইক আরোহীকে এক গাড়িচালক ও তাঁর মহিলা সহযাত্রীর পথ আটকে দাঁড়াতে দেখা যাচ্ছে।
পোস্টটি দেখা যাবে এখানে। পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।
শেয়ার হওয়া ভিডিওটির ক্যাপশনে বলা হচ্ছে, “ভিডিওটি মুম্বাইয়ের ঘাটকোপারে সর্বোদয় মন্দিরের কাছে তোলা। যদি মনে করেন যে, ছোটদের উগ্রবাদী করে তোলা যায় না, তাহলে এই ভিডিওটি দেখুন! আমাদের দেশের এই হাল হবে যদি আমাদের জনসংখ্যার পরিবর্তনে ওদের হার ৩০ শতাংশ ছাড়িয়ে যায়।”
ফেসবুকে ভাইরাল
আমরা ক্যাপশানটি দিয়ে সার্চ করি। দেখা যায়, ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়েছে।
তথ্য যাচাই
ভিডিও যাচাই করার সরঞ্জাম ‘ইনভিড’ ব্যবহার করে আমরা ভিডিওটিকে কয়েকটি প্রধান ফ্রেমে ভেঙ্গে ফেলি। তারপর সেগুলি দিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় ভিডিওটি পাকিস্তানের করাচি থেকে আসে।
ভাইরাল ভিডিওটি ১ সেপ্টেম্বর ২০১৯, ইউটিউবে আপলোড করা হয়েছিল। সেটি সম্পর্কে ‘জিও নিউজ’-এ একটি রিপোর্ট প্রকাশিত হয়।
করাচির হিল পার্কে ২৫ অগস্ট ২০১৯ তারিখে ঘটনাটি ঘটেছিল। জিও নিউজের খবরে বলা হয়, “চারটি ছেলে একটি পরিবারে লুটপাট চালায়।
দু’জন অভিযুক্তের বয়স ১৫ আর ১৭। পুলিশের হাতে ধরা পড়েছে তারা। খবরে প্রকাশ, অপরাধমূলক কাজে লিপ্ত থাকার রেকর্ড আছে তাদের। বাকি দু’জন অভিযুক্ত পলাতক।
ঘটনাটি সম্পর্কে ‘ডন নিউজ’ ২৭ অগস্ট ২০১৯ টুইট করে। বলা হয়, “একটি লোক ও এক মহিলার ওপর ডাকাতি করার ভিডিও ভাইরাল হয়েছে।”
বিদেশের ভিডিও ভারতে ভাইরাল হয়েছে, সেরকম বেশ কয়েকটি ভিডিও বুম আগেও খণ্ডন করে। (এখানে আর এখানে ক্লিক করুন)।