রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন
''পৃথিবীতে দুটি ধর্মসম্প্রদায় আছে অন্য সমস্ত ধর্মমতের সঙ্গে যাদের বিরুদ্ধতা অত্যুগ্র— সে হচ্ছে খৃষ্টান আর মুসলমান-ধর্ম। তারা নিজেদের ধর্মকে পালন করেই সন্তুষ্ট নয়, অন্য ধর্মকে সংহার করতে উদ্যত। এইজন্যে তাদের ধর্ম গ্রহণ করা ছাড়া তাদের সঙ্গে মেলাবার অন্য কোনো উপায় নেই।''
রবীন্দ্রনাথের এই লেখা রয়েছে কালান্তর গ্রন্থে
সোশাল মিডিয়ায় ও টিভিতে আলোচনায় বিভ্রান্তিকরভাবে ব্যবহার হচ্ছে ওই মন্তব্য
টিভি চ্যানেলের বিতর্ক সভায় সম্প্রতি ওই উদ্ধৃতির কথা বলেন বিজেপি নেতা দেবজিৎ সরকার
ইংরেজি অনুবাদেও ওই বাক্যাংশ সোশাল মিডিয়ায় ছড়িয়েছে
বুম এই চিঠিটির সমগ্র অংশটি পেয়েছে ইন্টারনেট আর্কাইভে সংরক্ষিত থাকা ১৯৪৭ সালে প্রকাশিত রবীন্দ্র-রচনাবলীর ২৪ তম খন্ডে। ৩৭৪ থেকে ৩৭৭ পাতায় প্রকাশিত লেখার শিরোনাম হিন্দুমুসলমান।
রবীন্দ্রনাথ খ্রিষ্টান, মুসলিম ও হিন্দু ধর্ম প্রসঙ্গে একাধিক মতামত দেন ওই চিঠিতে।
চিঠির সব অংশ পড়লে রবীন্দ্রনাথের ধর্ম সমন্বয়ের ভাবনাই প্রকাশ পায়।
তথ্যযাচাই সহ আরও অন্যান্য প্রতিবেদন পড়তে ক্লিক করুন এখানে