কৃষক বিক্ষোভ: ছোট্ট এক মেয়ের রুটি পরিবেশনের পুরনো ছবি জিইয়ে উঠল
বুম দেখে ছবিটি সাম্প্রতিক কৃষক আন্দোলনের নয়, ২০১৭ সাল থেকে ছবিটি সোশাল মিডিয়ায় রয়েছে।

একটি ছোট্ট মেয়ে পাত্রে রুটি নিয়ে গুরুদোয়ারার লঙ্গরখানায় পরিবেশন করছে—এরকম একটি পুরনো ছবিকে সাম্প্রতিক কৃষক বিক্ষোভের সাথে জুড়ে ফেসবুকে শেয়ার করা হচ্ছে। বুম দেখে ছবিটি ২০১৭ সালের জুলাই মাস থেকে সোশাল মিডিয়ায় রয়েছে।
ছবিতে দেখা যায় একটি ছোট্ট মেয়ে হাসিমুখে একটি ঝুড়িয়ে রুটি নিয়ে দাড়িয়ে আছে, পিছনে লোকেদের সারিবদ্ধভাবে বসে খেতে দেখা যাচ্ছে। এই ছবিটি ফেসবুকে পোস্ট করা হয়েছে এবং ক্যাপশনে লেখা হয়েছে "দিল্লির কৃষক আন্দোলনে হাজির ছোট্ট একটা পরী ........ যারা রাস্তায় খোলা আকাশের নীচে খেতে বসেছে তাদের কেউ 'ফুসলিয়ে' আন্দোলনে পাঠিয়েছে বলে #প্রচার করা হচ্ছে.....আপনি এই #অপপ্রচার-কে বিশ্বাস করেন ???#StandWithFarmersChallenge"
তথ্য যাচাই
ছবিটিতে 'পাওন্তা সাহিব' স্থান ট্যাগ করা হয়েছে যা হিমাচল প্রদেশের একটি শহরের গুরুদোয়ারা।
'পাওন্তা সাহিব' স্থান ট্যাগ করা রয়েছে ছবিটিতে।