সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তাঁর বাজেট বক্তৃতায় বলেছেন যে উজালা যোজনা পরিকল্পনার অধীনে মোদী সরকার ৩৫,০০০ কোটি এলইডি (লাইট এমিটিং ডায়ড) বাল্ব বিতরণ করেছে। ভাইরাল পোস্টের এই দাবি আসলে মিথ্যে।
হিন্দি বিজনেস নিউজ চ্যানেল সিএনবিসি আওয়াজ-এ সম্প্রচারিত অর্থমন্ত্রীর বক্তৃতার একটি ছবি ব্যপক ভাবে শেয়ার করা হয়েছে।
ছবিটির নীচে হিন্দিতে লেখা রয়েছে, “৩৫০০০ কোটি এলইডি বাল্ব বিতরণ করা হয়েছে”
(মূল হিন্দিতে ক্যাপশন- “35,000 करोड़ LED बल्ब बाटे गए”)
অনেক টুইটার ব্যবহারকারী, যাঁদের মধ্যে বেশ কিছু বিরোধী নেতাও আছেন, এই ভাইরাল হওয়া ছবিটি শেয়ার করে অর্থমন্ত্রীর প্রতি কটাক্ষ করেছেন। অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন যে এর পিছনে কোনও বড় দুর্নীতি নেই তো?
টুইটটি দেখা যাবে
">এখানে। টুইটটি আর্কাইভ করা আছে এখানে।
টুইটটি দেখা যাবে
?s=20">এখানে। টুইটটি আর্কাইভ করা আছে এখানে।
(মূল হিন্দিতে ক্যাপশন: “बड़ा घोटाला 35000 करोड़ LED किसको बांटे ? देश की जनता है 125 करोड़ मतलब 280 LED बल्ब प्रति व्यक्ति”)
টুইটটি দেখা যাবে এখানে। আর্কাইভ করা আছে এখানে।
(মূল হিন্দিতে ক্যাপশন: “बड़ा घोटाला 35000 करोड़ LED किसको बांटे ? देश की जनता है 125 करोड़ मतलब 280 LED बल्ब प्रति व्यक्ति”)
তথ্য যাচাই
বুম অর্থমন্ত্রীর দেওয়া বাজেট বক্তৃতা পুরোটা দেখে নিশ্চিত হয় যে তিনি ‘৩৫ কোটি’ বলেছেন, ‘৩৫,০০০ কোটি’ নয় যেমনটা দাবি করা হয়েছে।
১:০৬:৫০ সময়ে সীতারামন বলেন, “উজ্জ্বলা যোজনার অধীনে প্রায় ৩৫ কোটি এলইডি বাল্ব বিতরণ করা হয়েছে, যার ফলে বছরে ১৮,৩৪১ কোটি টাকা সাশ্রয় হয়েছে।”
বুম অনলাইনে এই বক্তৃতার প্রতিলিপির সঙ্গেও মিলিয়ে দেখেছে এবং নিশ্চিত হয়েছে যে আসলে ৩৫,০০০ কোটি নয়, ৩৫ কোটি এলইডি বাল্বের কথা বলা হয়েছে।
২০১৯-এর বাজেট বক্তৃতা পড়ার জন্য এখানে ক্লিক করুন। (পয়েন্ট ৭৪)
ওই চ্যানেলটির একটি সুত্র বুমকে জানিয়াছে, যে এটি আসলে টাইপের ভুল ছিল এবং ভুলটি চিহ্নিত হওয়ার সঙ্গে সঙ্গে তা সরিয়ে নেওয়া হয়েছে।