হাতে পদ্মফুল নিয়ে বর বেশে নববিবাহিতা স্ত্রীর সঙ্গে বিজেপির (BJP) প্রাক্তন রাজ্যসভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (artificial intelligence) দিয়ে তৈরি ছবি আসল হিসাবে ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
গত ১৮ এপ্রিল, পশ্চিমবঙ্গে বিজেপির পরিচিত নেতা দিলীপ ঘোষ বিবাহ-বন্ধনে আবদ্ধ হয়েছেন তারই দলের এক সহকর্মী রিঙ্কু মজুমদারের সঙ্গে। ষাটোর্ধ বিজেপি নেতার কথা অনুযায়ী তার বয়স্ক মায়ের কথাতেই বিয়ে করেছেন তিনি। নিউটাউনে দিলীপ ঘোষের নিজের বাড়িতেই বিয়ে করেন তারা। অন্যান্য রাজনৈতিক নেতারাও তার বৈবাহিক জীবনের জন্য শুভ কামনা জানিয়েছেন।
ফেসবুকে ভাইরাল ছবিটি শেয়ার করে এক ব্যবহারকারী ক্যাপশনে লেখেন, "না ফুটলেও পদ্মফুল ফোটাও তোমার বিয়ের ফুল।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
সংবাদমাধ্যমে প্রকাশিত দিলীপ ঘোষের বিয়ের ছবির সঙ্গে সাদৃশ্য না থাকায়, বুম ভাইরাল ছবিটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা যাচাইকারী ওয়েবসাইট হাইভ মডারেশনে পরীক্ষা করে দেখে সেটি এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।
নীচে হাইভ মডারেশনে করা পরীক্ষার ফলাফল দেখা যাবে।
এছাড়াও, আমরা ছবিটিকে ওয়াজ ইট এআই-এ পরীক্ষা করি এবং এই ওয়েবসাইটেরও ফলাফল অনুসারে ছবিটি আসল নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। ফলাফল দেখুন নীচে।