সোশাল মিডিয়া একটি ভুয়ো ভাইরাল পোস্টের আলোচনায় সরগরম, যাতে দাবি করা হয়েছে, এবারের ভোটে বিজেপি এবং কংগ্রেসের বেশ কয়েকজন প্রার্থী সমসংখ্যক ভোট পেয়েছেন । বিজেপির ক্ষেত্রে সংখ্যাটা ২,১১,৮২০ আর কংগ্রেসের ক্ষেত্রে সংখ্যাটা ১,৪০,২৯৫ । পোস্টটির সঙ্গের বার্তাটি হলঃ এটা কী করে সম্ভব হয় ইভিএম যন্ত্রে কারিকুরি না করলে?
পোস্টটিতে বিজেপির ৭ জন প্রার্থীর নাম করা হয়েছে, যাঁরা ওই সংখ্যক ভোট পেয়েছেন, কিন্তু সমসংখ্যক ভোট পাওয়া কংগ্রেস প্রার্থীদের নাম উল্লেখ করা হয়নি ।
টুইটার ও ফেসবুকে ব্যাপকভাবে শেয়ার হওয়া পোস্টটির আর্কাইভ বয়ান দেখতে পারেন এখানে ।
মেসেজটি হওাটসাপে-ও ভাইরাল হয়েছে। বুম মেসেজটি তাদের হেল্পলাইনে (৭৭০০৯০৬১১১) পায়।
তথ্য যাচাই
পোস্টে উল্লেখিত ৭ জন বিজেপি প্রার্থীই উত্তরপ্রদেশের বিভিন্ন কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন । ওই প্রার্থী ও তাঁদের কেন্দ্রের নাম নীচে দেওয়া হলঃ
ভারতীয় জনতা পার্টি
- ভোলা সিং (বুলন্দশহর)
- মানেকা গান্ধী (সুলতানপুর)
- উপেন্দ্র নরসিং (বারবাঁকি)
- হরিশ দ্বিবেদী (বস্তি)
- সত্যপাল সিং (বাগপত)
- সংঘমিত্র মৌর্য (বদায়ুন)
- কুনওয়ার ভরতেন্দ্র সিং (বিজনৌর)
বুম তথ্য যাচাই করতে নির্বাচন কমিশনের ওয়েবসাইট হাতড়ে দেখে । দেখা যায়, ভাইরাল পোস্টে দেওয়া প্রার্থীদের ভোটের সংখ্যা কমিশনের ওয়েবসাইটের সংখ্যার চেয়ে সম্পূর্ণ আলাদা । নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া সংখ্যা নীচে দেওয়া হলঃ