সম্প্রতি বিশ্বকাপ (Cricket World Cup) খেলতে ভারতে আসা পাকিস্তানের (Pakistan) ক্রিকেট দলের খেলোয়াড়দের ১৯৭১ সালে সেদেশের সেনার আত্মসমপর্ণের ঐতিহাসিক ছবির সামনে দেখা গেছে দাবিতে এক ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
বুম যাচাই করে দেখে ভাইরাল এই ছবি সম্পাদনা করে তৈরি করা হয়েছে। আসল ছবিতে পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়দের পাশে এমন কোনও ছবি লক্ষ্য কর যায় না।
১৬ ডিসেম্বর ১৯৭১ তারিখে পাকিস্তানের সেনা আধিকারিকরা ভারতীয় সেনার কাছে আত্মসমর্পণ করলে সমাপ্ত হয় ঐতিহাসিক ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। পাকিস্তান সেনার এই আত্মসমর্পণের সাথেই জন্ম হয় নতুন এক দেশের যার নাম হয় বাংলাদেশ। এরই পাশাপাশি ইতিহাসের অধ্যায়ে জায়গা করে নেয় ভারতের সেনার কাছে পাকিস্তানের আত্মসমর্পণের চুক্তি সই করার সেই ছবি।
ছবিটি পোস্ট করে এক ব্যবহারকারী লেখেন,"ভারতের স্টেডিয়ামে ১৯৭১ সালে পাকিস্তানি সৈন্যরা বাংলাদেশের কাছে আত্নসমর্পণ করেছিলো সেই ছবি দেয়ালে টাঙ্গানো! আর মজার বিষয় হলো ঠিক সেই ছবির সামনে দিয়ে পাকিস্তান দলের প্লেয়াররা হেঁটে যাচ্ছে।"
এই পোস্টের আর্কাইভ দেখতে এখানে ক্লিক করুন।
তথ্য যাচাই
বুম প্রথমে এই ছবি রিভার্স সার্চ করে ২৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে প্রকাশিত অনমনোরমা সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে আসল ছবিটিকে খুঁজে পায়। ওই প্রতিবেদনে প্রকাশিত ছবিতে ১৯৭১ সালের ঐতিহাসিক ছবিটির উপস্থিতি লক্ষ্য করা যায় না।
সংবাদসংস্থা আইএএনএসকে এই ছবির কৃত্তিত্ব দিয়ে ছবিটি হায়দরাবাদ বিমানবন্দরে পৌঁছলে পাকিস্তানের ক্রিকেট দলের খেলোয়াড়দের বলে উল্লেখ করা হয়।
প্রতিবেদনটি পড়তে ক্লিক করুন এখানে।
উপরের সূত্র ধরে আমরা কিওয়ার্ড সার্চের মাধ্যমে আইএএনএস সংবাদসংস্থার হায়দরাবাদ বিমানবন্দরে তোলা ছবির তালিকা খুঁজে পাই যার মধ্যে আসল ছবিটিও উপস্থিত রয়েছে। ছবির সেই তালিকা এখানে দেখা যাবে।
এছাড়াও আমরা ২৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে প্রকাশিত ক্রিকেট মিরর নামক ইউটিউব চ্যানেলের এক ভিডিও খুঁজে পাই যার ১৩ সেকেন্ড অংশে ভাইরাল ছবিতে থাকা দৃশ্যটি দেখা যাবে। এই ভিডিওর কোনো জায়গায় আমরা ১৯৭১ সালের সেই ছবিকে লক্ষ্য করিনি।
পুরো ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।
ভাইরাল ছবি ও আসল ছবিতে থাকা দৃশ্যের এক তুলনা নিচে দেখা যাবে।