Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

বিভ্রান্তিকর দাবিতে ছড়াল কানাড়া ব্যাংকের সামনে বিজেপি সমর্থকদের ছবি

বুম যাচাই করে দেখে পুরনো এই ছবির সাথে সাম্প্রতিক ভারত ও কানাডার মধ্যে হওয়া কূটনৈতিক দ্বন্দ্বের কোনও সম্পর্ক নেই।

By -  Shrey Banerjee |

27 Sep 2023 12:23 PM GMT

কানাড়া ব্যাংকের (Canara Bank) সামনে জড়ো হয়ে কিছু ভারতীয় জনতা পার্টি (Bharatiya Janata Party) তথা বিজেপি সমর্থকদের প্রতিবাদ (Protest) করার এক ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

নেটিজেনদের অনেকে সেই ছবি পোস্ট করে দাবি করেন ভারত ও কানাডার মধ্যে হওয়া সাম্প্রতিক কূটনীতিক সমস্যার প্রেক্ষিতে কানাড়া ব্যাংককে কানাডার এক প্রতিষ্ঠান ভেবে তার সামনে এসে প্রতিবাদ জানায় বিজেপি সমর্থকেরা।

বুম দেখে অন্ততঃপক্ষে ২০২০ সাল থেকে অনলাইনে এই ছবি উপস্থিত রয়েছে। সম্প্রতি হওয়া ভারত ও কানাডার কূটনৈতিক সমস্যার সাথে বিজেপি সমর্থকদের এই ছবির কোনও সম্পর্ক নেই।

কিছুদিন আগেই খালিস্তানপন্থী নেতা হরদীপ সিংহ নিজ্জারের মৃত্যুর পিছনে ভারত সরকারের হাত থাকার দাবি করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এরই প্রেক্ষিতে বেসামাল হয়ে পড়ে কানাডা ও ভারতের মধ্যে থাকা কূটনৈতিক সম্পর্ক। ঘটনার পরে উত্তপ্ত বাক্য বিনিময়ের পাশাপাশি কানাডিয়ানদের জন্য ভিসা পরিষেবা স্থগিত করার সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি।

ছবিটি পোস্ট করে ফেসবুকে ক্যাপশন হিসাবে লেখা হয়, "বর্তমানে ইণ্ডিয়া কানাডা সম্পর্ক তলানীতে। তাই ভক্তরা কানাড়া ব্যাঙ্কের সামনে বিক্ষোভ দেখাচ্ছে। ভক্তরা ভেবেছে ব্যাঙ্কটা কানাডার। বিজেপি যদি এদের একটু শিক্ষার আলোতে নিয়ে আসতো,তাহলে দেশের ভালো হতো। সরি,শিক্ষিত হয়ে মানুষ হয়ে গেলে তো আবার বিজেপি করবে না। তাই বিজেপি ভক্তদের বাছুর বানিয়েই রাখবে।"


পোস্টটির আর্কাইভ এখানে দেখা যাবে।

প্রাক্তন ক্রিকেটার ও রাজনীতিবিদ কীর্তি আজাদও ছবিটি হিন্দিতে পোস্ট করে লেখেন," কানাড়া ব্যাংককে কানাডা ভেবে তার সামনে বিক্ষোভ করছে বিজেপি সমর্থকরা।"



ওই পোস্টের আর্কাইভ এখানে দেখা যাবে।


তথ্য যাচাই 

বুম প্রথমে ভাইরাল এই ছবির বিষয়ে জানতে রিভার্স সার্চ করে ২১ সেপ্টেম্বর ২০২০ তারিখে প্রকাশিত টপ তামিল নিউজ নামক এক সংবাদমাধ্যমের প্রতিবেদন খুঁজে পায়।

তামিলনাড়ুর রাজনৈতিক দল ডিএমকের বিরুদ্ধে বিজেপির এক প্রতিবাদ সংক্রান্ত প্রতিবেদনে ভাইরাল সেই ছবি ব্যবহার করা হয়।  


ওই প্রতিবেদনের কোথাও কানাড়া ব্যাংকের বিরুদ্ধে বিজেপি কর্মী-সমর্থকদের প্রতিবাদের কথা উল্লেখ করা হয়নি।

এছাড়াও আমরা রিভার্স সার্চের মাধ্যমে ৩০ আগস্ট ২০২০ তারিখে প্রকাশিত মালাই মালার নামক সংবাদমাধ্যমের এক প্রতিবেদনেও ছবিটিকে দেখতে পাই। ওই প্রতিবেদন অনুযায়ী, তামিলনাড়ুর উটিতে বিজেপি সমর্থকরা দলীয় পতাকা নিয়ে ঝামেলাকে কেন্দ্র করে প্রতিবাদ জানায় বলে উল্লেখ করা হয়।  


বুম স্বাধীনভাবে কানাড়া ব্যাংকের সামনে বিজেপি সমর্থকদের জমায়েতের কারণটি যাচাই করতে পারেনি। তবে অন্ততঃপক্ষে ৩ বছরের পুরনো এই ছবির সাথে সাম্প্রতিক ভারত ও কানাডার কূটনৈতিক সমস্যার যে কোনও সম্পর্ক নেই, সেবিষয়ে নিশ্চিত হওয়া সম্ভব হয়েছে।      


Related Stories