Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

বাহরাইচে বুলডোজার নীতির অসম্পর্কিত ভিডিও রাম গোপাল মিশ্র খুনের সাথে জড়িয়ে ভাইরাল

বুম দেখে বুলডোজার নীতির ভিডিওটি ২০২৪ সালের সেপ্টেম্বর মাসের যখন হাইকোর্টের নির্দেশে ওয়াজিরগঞ্জে ২৩টি অবৈধ বাড়ি ভেঙে ফেলা হয়।

By - Srijanee Chakraborty | 25 Oct 2024 2:24 PM IST

২০২৪ সালের ১৩ ও ১৪ অক্টোবর উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বাহরাইচে (Bahraich) হিংসার পর সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল একটি ভিডিওতে অনেক ভাঙা বাড়ি দেখা যাচ্ছে। ব্যবহারকারীরা এই ভিডিওটি শেয়ার করে বিভ্রান্তিকর দাবি করছেন উত্তরপ্রদেশের বাহরাইচ হিংসায় নিহিত রাম গোপাল মিশ্রর হত্যাকারীদের বাড়ি বুলডোজার (Bulldozer) দিয়ে ভেঙে দেওয়া হয়েছে।

বুম যাচাই করে দেখে ভাইরাল ভিডিওটি সম্প্রতি বাহরাইচ হিংসার পূর্ববর্তী। ভিডিওটি ২০২৪ সালের সেপ্টেম্বর মাসের যখন হাইকোর্টের নির্দেশে ওয়াজিরগঞ্জে ২৩টি অবৈধ বাড়ি ভেঙে ফেলা হয়।

১৩ ও ১৪ অক্টোবর উত্তরপ্রদেশের বাহরাইচ জেলার মহারাজগঞ্জ এলাকায় হিংসা ছড়িয়ে পড়ে। ১৩ অক্টোবর, দুর্গামূর্তি বিসর্জনের সময় দুটি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং রাম গোপাল মিশ্র নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়।

এরপর, ১৪ অক্টোবর রাম গোপাল মিশ্রর দেহ শেষ কার্যর জন্য নিয়ে যাওয়ার পর জনতা হঠাৎ ক্ষিপ্ত হয়ে রাস্তায় নেমে আসে। এর ফলে মহারাজগঞ্জ ও পার্শ্ববর্তী কিছু এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে।

এই ঘটনায় এখনও পর্যন্ত ১১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। হার্ডি ও নগর কোতোয়ালি থানায় ১৩০৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ১৭ অক্টোবর, উত্তরপ্রদেশ পুলিশ আব্দুল হামিদ, তার ছেলে মোহাম্মদ সরফরাজ, মোহাম্মদ ফাহিম, মোহাম্মদ তালিম এবং হত্যার প্রধান অভিযুক্ত মোহাম্মদ আফজলকে গ্রেফতার করে।

এক ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে ক্যাপশন হিসাবে লেখেন, "বাহরাইচ উত্তর প্রদেশ গোপাল মিশ্র হত্যা করার ফল বুলডোজার একশন।"


পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে

বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) নেত্রী সাধ্বী প্রাচীও ক্যাপশনে হিন্দিতে রাম গোপাল মিশ্রর খুনের সঙ্গে ভিডিওটি জড়িয়ে ফেসবুকে শেয়ার করেন।


পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে

তথ্য যাচাইঃ ভাইরাল ভিডিওটি সাম্প্রতিক বাহরাইচে হিংসার আগে

বুম দাবিটির সত্যতা যাচাই করতে ভাইরাল ভিডিওটির কিফ্রেমের গুগলে রিভার্স ইমেজ সার্চ করে ইউটিউবে ২৬ সেপ্টেম্বর, ২০২৪-এ আপলোড করা অনুরূপ ভিডিও দেখতে পায়। ভিডিওর ক্যাপশন থেকে জানা যায় সেটির স্থান, "ওয়াজিরগঞ্জ বাজার জেলা বহরাইচ।"

Full View

এরপরে, আমরা গুগলে সম্পর্কিত কিওয়ার্ড সার্চ করে জাগরণ.কমের ২৫ সেপ্টেম্বর ২০২৪-এর একটি প্রতিবেদন পাই।  

ওই প্রতিবেদন অনুসারে, উত্তর প্রদেশের বহরাইচ জেলার সরাই জগনা ওয়াজিরগঞ্জে জেলা প্রশাসন অবৈধ ভাবে দখল করা জমির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বুলডোজার দিয়ে ২৩টি বাড়ি ও দোকান ভেঙে ফেলে আদালতের নির্দেশে। অবৈধ দখলদারদের আগে নোটিশ দেওয়া হয় কিন্তু তারা ওই জায়গা ছাড়েনি। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়।

২৫ সেপ্টেম্বর, ২০২৪-এর সংবাদমাধ্যম আজতকের প্রতিবেদন অনুযায়ী, বুলডোজার হামলার পর অনেক দরিদ্র পরিবার গৃহহীন হয়ে পড়ে। ঘরহারা মানুষেরা আজতককে জানায় তারা ওই জায়গায় ৪০-৫০ বছর ধরে বসবাস করছে। এর আগে এ নিয়ে কেউ কিছু বলেনি। হঠাৎ নোটিশ দেওয়ার পর বাড়ি ভঙ্গে দেওয়া হয়।

এবিপি নিউজ ২৫ সেপ্টেম্বর উত্তর প্রদেশে অবৈধ নির্মাণ বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ করে। ভিডিও প্রতিবেদনে বাহরাইচে বুলডোজার দিয়ে বাড়িগুলি ভাঙতে দেখা যায়।

সংবাদমাধ্যম এনডিটিভি ইন্ডিয়াও এই ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে।

পরে, এক্সে একটি ভাইরাল পোস্টের মন্তব্যে বাহরাইচ পুলিশ ভাইরাল দাবিটি নস্যাৎ করে।

বুলডোজারের ন্যায়ে হাইকোর্টের স্থগিতাদেশ

২০২৪ সালের ১৩ অক্টোবর বাহরাইচের হিংসায় রাম গোপাল মিশ্রর মৃত্যুর পর পিডব্লিউডি ২৩ জনের বাড়ি ভেঙে ফেলার নোটিশ জারি করে। তবে, রবিবার এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ উত্তরপ্রদেশ সরকারের বুলডোজার ন্যায়ের উপর স্থগিতাদেশ দিয়েছে। হাইকোর্ট নোটিশ প্রাপ্ত ২৩ জনকে তাদের পক্ষ উপস্থাপনের জন্য ১৫ দিন সময় দিয়েছে।

Tags:

Related Stories