বেশ কিছু ওয়েবসাইট ও সংবাদ মাধ্যম অক্টোবরে ২১ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে শিরোনাম দিয়ে প্রতিবেদন লিখেছে। এই খবরটি বিভ্রান্তিকর।
শিরোনামটি বেশ চাঞ্চল্যকর হলেও, লেখাগুলিতে স্পষ্ট উল্লেখ করা আছে যে দেশজুড়ে (pan-India) এক সঙ্গে ২১ দিন (21 days) ব্যাঙ্ক (bank) বন্ধ থাকবে তা নয়, বরং তা নির্ভর করবে রাজ্যের (state) স্থানীয় উৎসবের (local festivals) উপর। তাছাড়া, কোন রাজ্যে কোন কোন উৎসবের দিনগুলিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে, তার তালিকাও প্রকাশ করা হয়েছে। অথচ, শিরোনামটি (title) পড়লে এই ধারণা হতে পারে যে, দেশজুড়ে টানা ২১ দিন সব ব্যাঙ্ক বন্ধ থাকবে।
শিরোনামগুলির উদাহরণ নিচে দেওয়া হল।
লাইভমিন্ট-এ প্রকাশিত শিরোনামের স্ক্রিনশট (আর্কাইভ সংস্করণ এখানে দেখা যাবে)
মানিকন্ট্রোল-এর শিরোনাম নিচে দেওয়া হল। (আর্কাইভ সংস্করণ এখানে দেখা যাবে)
এরপর নিচে দেখুন ইন্ডিয়া.কম-এর শিরোনামের স্ক্রিনশট। আর্কাইভ সংস্করণ দেখুন এখানে।
সম্প্রতি, ইকনমিক টাইমস-এও একই ধরনের শিরোনাম প্রকাশ করা হয়। পরে তারা সেটি সম্পাদনা করে বদলে দেয়।
২৮ সেপ্টেম্বর করা তাদের টুইট নিচে দেখুন।
তাদের প্রকাশিত নতুন শিরোনাম নিচে দেওয়া হল।
ইকনমিক টাইমস-এর আর্কাইভ সংস্করণ দেখুন এখানে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে ছুটির তালিকাটি নেওয়া হয়েছে, সেখানে দেখা যাচ্ছে সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলি অক্টোবর মাসে মোট ২১ দিন বন্ধ থাকবে। কিন্তু তাদের ছুটির দিনগুলি বিভিন্ন রাজ্যের বিভিন্ন উৎসবের দিনগুলি অনুযায়ী নির্ধারিত হয়েছে। যেমন, গ্যাংটক-এর মতো শহরে ব্যাঙ্কগুলি চার দিন বন্ধ থাকবে – দসেরা উপলক্ষ্যে তিন দিন ও দিওয়ালির এক দিন। পাটনা ও রাঁচিতে পর পর তিন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।
ব্যাঙ্ক ছুটির দিনগুলির মধ্যে থাকছে দুর্গা পুজো, দসেরা, মিলাদ-উন-নবী, কারওয়া চৌথ, দীপাবলি ও ছট পুজো। উল্লিখিত ২১ দিন ছুটির মধ্যে আছে উৎসবের কারণে ১৫ দিন ও ছয়টি সাপ্তাহিক ছুটির দিন। ছুটির দিনগুলির পূর্ণ তালিকাটি নিচে দেওয়া হল।
রিজার্ভ ব্যঙ্কের তালিকাটি দেখুন এখানে। (নেট ব্যবহারকারীরা রাজ্য অনুযায়ী বা মাস অনুযায়ী ছুটির দিনগুলি দেখতে পারেন)
আরও পড়ুন: ফারুখাবাদের বিদ্রোহী তাফাজ্জুল হুসেন খানের ছবি ছড়াল ভগৎ সিংহের বলে