Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

বেঙ্গালুরুর রাস্তায় মহাকাশচারী হয়ে অভিনয় করার ভিডিও বাংলাদেশ বলে ছড়াল

বুম দেখে ২০১৯ সালে বেঙ্গালুরুতে খারাপ রাস্তাগুলির প্রতি পৌরসভার দৃষ্টি আকর্ষণের জন্য এক শিল্পী ভিডিওটি রেকর্ড করেছিলেন।

By -  Runjay Kumar |

30 Aug 2023 4:00 PM IST

মহাকাশচারীর (Astronaut) মত পোশাক পরে এক ব্যক্তির রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার ব্যাঙ্গাত্মক এক ভিডিও সম্প্রতি বাংলাদেশের (Bangladesh) ঘটনা দাবি করে ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে।

বুম যাচাই করে দেখে ২০১৯ সালে অভিনব পদ্ধতিতে বেঙ্গালুরুতে খারাপ রাস্তার বিষয়ে পৌরসভার দৃষ্টি আকর্ষণ করতে শিল্পী বাদল নানজুনদাস্বামী ভিডিওটি রেকর্ড করেছিলেন।  

গত ২৩ অগাস্ট চাঁদে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তৈরি চন্দ্রযান-৩ এর সফল অবতরণের পরপরই বিদ্রুপাত্মক ঢঙে এই ভিডিও শেয়ার করেন নেটিজেনদের অনেকে।

প্রায় ১ মিনিট ৪ সেকেন্ডের এই ভিডিওতে একজন ব্যক্তিকে মহাকাশচারীর মতো পোশাক পরে গর্তভর্তি রাস্তায় হাঁটতে দেখা যায়। ভাইরাল ওই ভিডিওর এক অংশে মহাকাশচারীর পোশাক পরে হাঁটা ব্যক্তিটির পাশ দিয়ে একটি অটোরিকশাকেও চলে যেতে দেখা যায়।

ভিডিওটির ক্যাপশনে হিসেবে লেখা হয়,"ইন্ডিয়ার পাশাপাশি বাংলাদেশ প্রথমবারের মত চাঁদে নভোচারী পাঠালো, অভিনন্দন বাংলাদেশ। সিকিউরিটির কারণে গোপন রাখা হলেও ফুটেজটি লিক হয়েছে। বাংলাদেশের অলিতেগলিতে এমন নভোচারী থাকবে একদিন"।


এই পোস্টটির আর্কাইভ এখানে দেখা যাবে।

তথ্য যাচাই

বুম ভিডিওটির কীফ্রেমগুলিকে রিভার্স ইমেজ সার্চ করে বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রকাশিত  প্রতিবেদন খুঁজে পায়। ভাইরাল ভিডিওয় উপস্থিত দৃশ্যগুলি ওই প্রতিবেদনগুলিতে প্রধান চিত্র হিসাবে ব্যবহার করা হয়েছে বলে লক্ষ্য করা যায়।

২০১৯ সালের ৩ সেপ্টেম্বর এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে, বেঙ্গালুরুর রাস্তায় গর্তের প্রতি পৌরসভার দৃষ্টি আকর্ষণ করতে শিল্পী বাদল নানজুনদাস্বামী মহাকাশচারীর পোশাক পরে এক 'মুনওয়াক' করেছিলেন । বাদল ২ সেপ্টেম্বর ২০১৯ তারিখে তার এক্স অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেছিলেন এবং তাতে বেঙ্গালুরু মহানগর পালিকার কমিশনারকে উল্লেখ করেছিলেন।

প্রতিবেদনটিতে ভিডিওটি উত্তর বেঙ্গালুরুর তুঙ্গানগরে রেকর্ড করা হয়েছে বলেও রিপোর্ট করা হয়।


২০১৯ সালের ২ সেপ্টেম্বর প্রকাশিত আউটলুক ইন্ডিয়ার এক প্রতিবেদনেও  একই তথ্যের উল্লেখ করা হয়। এই প্রতিবেদনেও বাদল নানজুনদাস্বামী ভিডিওটি তৈরি করেছিলেন বলে উল্লেখ করে তার পোস্টটি দেখান হয়।


এরপর আমরা বাদল নানজুনদাস্বামীর এক্স অ্যাকাউন্টে উপস্থিত ভিডিওর সাথে ভাইরাল ভিডিওটির সাথে তুলনা করে দৃশ্যগুলির মিল খুঁজে পাই। নিচের তুলনায় তা দেখতে পাওয়া যাবে।


এবিষয়ে বিশদে জানতে আমরা বাদল নানজুনদাস্বামীর সাথেও যোগাযোগ করি। নানজুনদাস্বামী বুমকে জানান, “চন্দ্রযান-২ মিশনের সময় বেঙ্গালুরুর রাস্তায় গর্তের প্রতি পৌরসভার দৃষ্টি আকর্ষণ করার জন্য ২০১৯ সালের ১ সেপ্টেম্বর রাতে আমি এই ভিডিও রেকর্ড করেছিলাম। উত্তর বেঙ্গালুরুর তুঙ্গানগরের কাছে ভিডিওটি তোলা হয়।"







Tags:

Related Stories