ভারতীয় কমিউনিস্ট পার্টির (CPIM) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির (Sitaram Yechury) বিবৃতিসহ প্রকাশিত গণশক্তি (Ganashakti) পত্রিকার এক প্রতিবেদনের শিরোনাম সম্প্রতি সম্পাদনা করে ভুয়ো এক ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
বুম যাচাই করে দেখে গণশক্তি পত্রিকা "তৃণমূলকে সাথে নিয়ে চলবে তৃণমূলের গণতন্ত্র হত্যার বিরুদ্ধে লড়াই" শীর্ষকসমেত প্রতিবেদনটি প্রকাশ করেনি। ২৭ জুন প্রকাশিত আসল প্রতিবেদনটিতে "তৃণমূলের গণতন্ত্র হত্যার বিরুদ্ধে তীব্র লড়াই চলছে" শিরোনাম দেখতে পাওয়া যায়।
পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের আগে গত ২৩ জুন সর্বভারতীয় বিজেপি বিরোধী মহাজোটে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি তৃণমূলের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে চলা রাজনৈতিক হিংসে নিয়ে কড়া বার্তা দিয়ে বলেন পাটনার বিরোধী মহাজোটের বৈঠকের পরও বাংলায় রাজনৈতিক সমীকরণে কোনও পরিবর্তন হয়নি এবং তৃণমূল এখনও তাঁদের শত্রুই রয়েছে। বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসকে নিয়ে সিপিআইএমের এমন রাজনৈতিক অবস্থানের মাঝেই ভুয়ো এই গ্রাফিকটি শেয়ার করা হয়।
ভাইরাল সেই গ্রাফিকে গণশক্তি পত্রিকার ২৭ জুন ২০২৩ তারিখে প্রকাশিত এক প্রতিবেদনের শিরোনাম দাবি করে "তৃণমূলকে সাথে নিয়ে চলবে তৃণমূলের গণতন্ত্র হত্যার বিরুদ্ধে লড়াই" শীর্ষকটি লেখা হয়। ওই গ্রাফিকে তুলে ধরা প্রতিবেদনের দ্বিতীয় লাইনে "দ্বিধাহীন জানালেন সীতারাম ইয়েচুরি" লেখা দেখতে পাওয়া যায়।
অনেকে ভুয়ো এই দাবি করে গ্রাফিকটি ফেসবুকেও শেয়ার করেন।
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
এমনই আরও কিছু পোস্ট দেখতে ক্লিক করুন এখানে ও এখানে।
তথ্য যাচাই
বুম দেখে ভাইরাল গ্রাফিকটিতে প্রতিবেদনটি প্রকাশনার তারিখ হিসেবে ২৭ জুন ২০২৩ লেখা রয়েছে। এই তথ্য থেকে ধারণা করে আমরা গণশক্তির পত্রিকার ওয়েবসাইটে তাদের ২৭ জুন প্রকাশিত ই-পেপারটির খোঁজ করি।
গণশক্তির প্রকাশিত ২৭ জুনের ই পেপারে প্রথম পাতার ছবিটির সাথে ভাইরাল হওয়া গ্রাফিকটির আমরা মিল খুঁজে পাই। আসল প্রতিবেদনে "তৃণমূলকে সাথে নিয়ে চলবে তৃণমূলের গণতন্ত্র হত্যার বিরুদ্ধে লড়াই" শিরোনামের পরিবর্তে "তৃণমূলের গণতন্ত্র হত্যার বিরুদ্ধে তীব্র লড়াই চলছে" শীর্ষক দেখতে পাওয়া যায়।
নিচে ভাইরাল হওয়া গ্রাফিক এবং ২৭ জুন প্রকাশিত গণশক্তি পত্রিকার ই-পেপারের প্রথম পাতার ছবির তুলনা করা হল।
এছাড়াও আমরা লক্ষ্য করি ভারতীয় কমিউনিস্ট পার্টির পশ্চিমবঙ্গ শাখার ফেসবুক পেজ থেকে ভুয়ো এই গ্রাফিকটির সম্বন্ধে সচেতন করে এক গ্রাফিক পোস্ট করা হয়।
সিপিআইএমের পোস্ট করা সেই গ্রাফিকে গণশক্তি পত্রিকার আসল প্রতিবেদনের ছবির সাথে সম্পাদিত ওই ভুয়ো গ্রাফিকটির এক তুলনা করা হয়।
২৭ জুন সিপিআইএমের তরফ থেকে তুলনামূলক সেই গ্রাফিকটি পোস্ট করে লেখা হয়, "ছবি জালিয়াতি কে ধিক্কার। তথ্য যাচাই করুন, বিভ্রান্ত হবেন না।"
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।