Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

শুভেন্দু অধিকারীর পোস্ট করা গেরুয়া বসনে ট্রাম্পের ছবি AI প্রয়োগে তৈরি

বুম দেখে গেরুয়া বসনে ইলন মাস্ক ও ডোনাল্ড ট্রাম্পের ছবিটি আসল নয়; কৃত্তিম বুদ্ধিমত্তার প্রয়োগে তা তৈরি করা হয়েছে।

By -  Srijit Das |

7 Nov 2024 5:13 PM IST

'হোয়াইট হাউসে এখন হিন্দুদের একজন বন্ধু আছে' দাবি করে সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) গেরুয়া ও সাদা বসনে থাকা ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) এক ছবি পোস্ট করেন তার অফিসিয়াল এক্স হ্যান্ডেলে।

ভাইরাল ওই ছবিতে ডোনাল্ড ট্রাম্পের পাশাপাশি সম্পূর্ণ গেরুয়া বসনে টেসলার কর্ণধার ইলন মাস্ককেও মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত রাষ্ট্রপতির সাথে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। 

বুম যাচাই করে দেখে ভাইরাল ছবিটিতে বাস্তবের কোনও দৃশ্য দেখতে পাওয়া যায় না; কৃত্তিম বুদ্ধিমত্তার প্রয়োগে ছবিটি তৈরি করা হয়েছে।   

সম্প্রতি ডেমোক্র্যাট পার্টির প্রধান প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে পরাজিত করে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে চলেছেন ট্রাম্প। দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর হওয়া হিংসার অভিযোগে সরব হয়েছিলেন ট্রাম্প। ভবিষ্যতে তাই বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ট্রাম্পের সম্পর্ক ঠিক কোনদিকে এগোবে তা নিয়ে জল্পনায় গোটা বিশ্ব।

এরই প্রেক্ষিতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ভাইরাল ছবিসহ বাংলাদেশে হিন্দুদের নির্যাতন নিয়ে ট্রাম্পের সেই বক্তব্য এবং সম্পাদিত এক ছবির কোলাজ পোস্ট করে লেখেন, "হোয়াইট হাউসে এখন হিন্দুদের একজন বন্ধু আছে। প্রেসিডেন্ট ট্রাম্পের জয় বাংলাদেশ ও ভারতের হিন্দুদের জন্য এক বিজয়ী মুহূর্ত। যে হিন্দুদের পাশে, ভগবানের আশীর্বাদ ওনার সাথে..."।


পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে ও তার আর্কাইভ দেখতে এখানে

তথ্য যাচাই 

বুম প্রথমে রিভার্স ইমেজ সার্চ করে কোনও বিশ্বাসযোগ্য সংবাদ প্রতিবেদন তথা সূত্রে ছবিটি খুঁজে পায়নি। এরপর আমরা সাংবাদিকদের জন্য উপলব্ধ কৃত্তিম বুদ্ধিমত্তার প্রয়োগে তৈরি ছবি যাচাইকারী ট্রুমিডিয়ার টুলে সেটির পরীক্ষা করি।

ওই পরীক্ষা থেকে প্রাপ্ত ফলাফলে ছবিটিতে কৃত্তিম বুদ্ধিমত্তার 'পর্যাপ্ত কারচুপির প্রমাণ' রয়েছে বলে উল্লেখ করা হয়। নিচে সেই ফলাফল দেখতে পাওয়া যাবে।


'AI আর ফটোশপের সাহায্যে তৈরি'

বুম সম্পর্কিত কীওয়ার্ড সার্চ করে শাহিদ এসকে নামের এক ব্যক্তির ইনস্টাগ্রাম প্রোফাইল খুঁজে পায় যেখানে তিনি ভাইরাল এই ছবি নভেম্বর ২, ২০২৪ তারিখে পোস্ট করেছিলেন।

ওই পোস্টে তিনি ওই ছবির পাশাপাশি আরও কিছু ছবি পোস্ট করে সেগুলি AI এবং ফটোশপের সাহায্যে তৈরি করা হয়েছে বলে উল্লেখ করেন। এছাড়াও তার পোস্টে আলাদা করে থাকা এক সতর্কীকরণ বার্তায় ছবিগুলি আসল নয় বলেও উল্লেখ করা হয়।


পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে ও তার আর্কাইভ দেখতে এখানে। 

কোন দৃশ্যের অবলম্বনে তৈরি এই ছবি?

শাহিদ তার পোস্টে উল্লেখ করেন, 'সৃজনশীল ও বিনোদনমূলক উদ্দেশ্যে' গুগল থেকে পাওয়া কিছু ছবির উপর ভিত্তি করে ভাইরাল এই ছবিগুলি তৈরি করা হয়েছে।

অতঃপর আমার পুনরায় সম্পর্কিত কীওয়ার্ড সার্চ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের এবছর বারাণসীতে হওয়া এক 'রোড-শো' এর ফুটেজ খুঁজে পাই।  

 ১৩ মে, ২০২৪ তারিখে প্রকাশিত নিউজ৯ লাইভের ভিডিও প্রতিবেদন অনুযায়ী প্রধানমন্ত্রী মোদীর সেই যাত্রা উত্তরপ্রদেশের বারাণসীর লঙ্কা চৌক থেকে শুরু হয়েছিল।

Full View

ভাইরাল ছবির সদৃশ প্রধানমন্ত্রী মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের গেরুয়া বসন পরে জনতার উদ্দেশ্যে হাত নাড়ানোর দৃশ্য নিচে দেখতে পাওয়া যাবে।   


প্রধানমন্ত্রী মোদী ও যোগী আদিত্যনাথ উভয়েই এই যাত্রার ছবি সেসময় তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন। পোস্টগুলি দেখুন এখানে এখানে।  

 


Tags:

Related Stories