মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) একটি কৃত্রিম বুদ্ধিমত্তার (Artificial Intelligence) প্রয়োগে তৈরি ভুয়ো ভিডিও সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ছড়িয়ে পড়েছে যেখানে ট্রাম্পকে বলতে শোনা যায় ভারতে (India) হামলা করলে তিনি পাকিস্তানকে (Pakistan) ধ্বংস করে দেবেন। পহেলগাঁওয়ে জঙ্গি হানার (Pahalgam terrorist attack) পরিপ্রেক্ষিতে, ভারত-পাক কূটনৈতিক সম্পর্কে আরও অবনতির আবহে এই ভিডিওটি ভাইরাল হয়েছে।
বুম দেখে ভাইরাল ভিডিও ২০১৬ সালের ট্রাম্পের একটি ভাষণের ক্লিপের উপর এআইয়ের সাহায্যে ভয়েস-ক্লোনের প্রয়োগে বানানো অডিও বসিয়ে তৈরি করা হয়েছে।
ভাইরাল ভিডিওয় ট্রাম্পকে ইংরেজিতে বলতে শোনা যায়, "পাকিস্তান যদি ভারতকে আক্রমণ করে, আমি তাহলে বসে থাকব না। আমি পাকিস্তানকে ধ্বংস করে দেব। মোদী আমার বন্ধু এবং আমি ভারতের নাগরিকদের ভালোবাসি।
এক ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে দাবি করেন, "পাকিস্তানকে ধ্বংস করার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম ভাইরাল ভিডিওর কিফ্রেমের উপর রিভার্স ইমেজ সার্চের মারফত আমরা ২০১৬ সালের ১৬ সেপ্টেম্বর রাষ্ট্রপতি নির্বাচনের আগে ইকোনমিক ক্লাব অফ নিউ ইয়র্কে ট্রাম্পের দেওয়া বক্তৃতা পাই যার দৃশ্যগুলি ভাইরাল ভিডিওয় ব্যবহৃত।
ট্রাম্পের সম্পূর্ণ ভাষণ সিএনএনের মতো একাধিক গণমাধ্যম তাদের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করে। ট্রাম্প তার ভাষণে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক উন্নতি নিয়ে তার পরিকল্পনা সম্পর্কে বলেন।
বুম ট্রাম্পের ভাষণের সম্পূর্ণ প্রতিলিপি দেখে এবং সেখানে উপস্থিত দর্শকদের সঙ্গে তার কথোপকথনও শোনে তবে, কোথাও ভারত বা পাকিস্তানের উল্লেখ খুঁজে পায় না।
এই অসঙ্গতিগুলি ইঙ্গিত দেয় ভাইরাল ভিডিওয় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগের দিকে। এই সূত্র ধরে, আমরা ভাইরাল ভিডিওর থেকে কেবল অডিও অংশটি আলাদা করে নিয়ে বাফেলোর বিশ্ববিদ্যালয়য়ের মিডিয়া ফরেন্সিক্স ল্যাবের তৈরি ডিপফেক-ও-মিটারে ভয়েস ক্লোন যাচাইকারী সফটওয়্যারে পরীক্ষা করি।
বেশিরভাগ ভয়েস ক্লোন যাচাইকারী মডেলই জানায় অডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ করা হয়েছে।
বুম তাদের সহকারী ডিপফেকস অ্যানালিসিস ইউনিটের সঙ্গেও ভিডিওটি নিয়ে পরামর্শ করে। তারা অডিওটিকে হাইভ মডারেশনের এআই অডিও যাচাইকারী সরঞ্জামে পরীক্ষা করে দেখে অডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার উচ্চ সম্ভবনা রয়েছে। ডিএইউ আরও জানিয়েছে ক্লিপটি স্বল্প সময়ের হওয়ার কারণে, কিছু সনাক্তকরণ মডেলের ভিডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি উপাদানগুলি বিশ্লেষণ করতে কিছু অসুবিধার সম্মুখিনও হতে হয়।
কিন্তু, বেশিরভাগ অডিও সনাক্তকরণ মডেলই পরীক্ষার ফলাফলে জানিয়েছে ভাইরাল ভিডিওয় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ হওয়ার উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে।
এছাড়াও, আমরা পহলগাঁওয়ে হামলার পর ট্রাম্পের সাম্প্রতিক বিবৃতিগুলিতে দেখি তিনি এই জঙ্গি হামলার নিন্দা করে ঘটনাটিকে ধিক্কার জানিয়েছেন এবং ভারতের সন্ত্রাসবিরোধী পদক্ষেপের প্রতি সমর্থন প্রকাশ করেছেন। কিন্তু, ভারত ও পাকিস্তানের মধ্যে বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মাঝে, ট্রাম্প নিজের কূটনৈতিক অবস্থান বহাল রেখে কাশ্মীর নিয়ে সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন যাকে তিনি ভুলভাবে ১,৫০০ বছর ধরে চলা একটি সঙ্ঘাত বলে আখ্যায়িত করেছেন।