Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

দানবাক্সে উপচে পড়া অর্থের এই দৃশ্য অযোধ্যার রাম মন্দিরের নয়

বুম যাচাই করে দেখে ভিডিওটিতে আদতে রাজস্থানে অবস্থিত সানওয়ারিয়া মন্দিরের দৃশ্য দেখতে পাওয়া যায়।

By -  Hazel Gandhi |

29 Jan 2024 6:09 PM IST

সম্প্রতি একটি মন্দিরে থাকা টাকায় ভর্তি দানবাক্সের এক ভিডিও শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় অনেকে দাবি করেন দৃশ্যটি সদ্য উদ্বোধন হওয়া অযোধ্যার (Ayodhya Ram Temple) রাম মন্দিরের।

বুম যাচাই করে দেখে দাবিটি ভুয়ো। ভিডিওটিতে আসলে রাজস্থানের শ্রী সানওয়ারিয়া শেঠ মন্দিরের দৃশ্য দেখতে পাওয়া যায়, অযোধ্যার রাম মন্দিরের নয়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবতের উপস্থিতিতে ২২ জানুয়ারী ২০২৪ তারিখে অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন হয়। এই অনুষ্ঠানের কারণে দেশের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা দেখা যায়। মহারাষ্ট্রের মীরা রোড এলাকা, তেলেঙ্গানার নারায়নপেট জেলা, বিহারের খৃমা গ্রাম-সহ অন্যান্য জায়গায় এমন হিংসার ঘটনা ঘটে। 

ভিডিওতে বেশ কিছু মানুষকে প্রচুর পরিমাণে একটি বাক্সে টাকা ভরতে দেখা যায়। এই ভিডিও একজন ফেসবুক ব্যবহারকারী পোস্ট করে বাংলায় ক্যাপশন হিসেবে লেখেন, "অযোধ্যায় রাম মন্দিরে প্রথম দুই দিনে ৩.১৭ কোটি টাকা প্রণামী! এই টাকা দিয়ে স্কুল-হাসপাতাল গড়ে তোলা হবে।অযোধ্যা ধামের অনুদানের অর্থ দিয়ে দরিদ্রদের জন্য হাসপাতাল ও গুরুকুল খোলা হবে। ভারতের বিভিন্ন জরাজীর্ণ মন্দিরের সংস্কার করা হবে।"

এই পোস্ট দেখতে এখানে ক্লিক করুন। এই পোস্টের আর্কাইভ এখানে দেখা যাবে।

তথ্য যাচাই

বুম যাচাই করে দেখে ভিডিওটি আসলে রাজস্থানের শ্রী সানওয়ারিয়া শেঠ মন্দিরের, অযোধ্যার রাম মন্দিরের নয়।

আমরা ভিডিওর দৃশ্যগুলির রিভার্স সার্চ করি এবং গুগলে ইনস্টাগ্রামের একটি পোস্ট পাই যার সাথে ভাইরাল ভিডিওর মিল দেখা যায়। ভিডিওর ক্যাপশন হিসেবে হিন্দিতে লেখা হয়,"শ্রী সানওয়ারিয়া শেঠ: এই বছর রেকর্ড ১২ কোটি ৬৯ লক্ষ নগদ টাকা পাওয়া যায়।

এই ভিডিওর সাথে থাকা তথ্য হিসেবে তাকে রাজস্থানের শ্রী সানওয়ারিয়া শেঠ মন্দিরের দৃশ্য বলে উল্লেখ করা হয়। আমরা এই ব্যবহারকারীর প্রোফাইলটি খতিয়ে দেখায় জানতে পারি ব্যক্তিটি এই মন্দিরের একজন পুরোহিত এবং তার নাম নিতিন বৈষ্ণব।

আমরা এটাও লক্ষ্য করি ভাইরাল ভিডিওতে টাকা তুলতে দেখতে পাওয়া ব্যক্তিটিও আসলে নিতিন বৈষ্ণবই। 

শ্রী সানওয়ারিয়া শেঠ মন্দির শ্রী কৃষ্ণের মন্দির যেটি অবস্থিত রাজস্থানের চিতোরগড় জেলায়।

আমরা বেশ কিছু স্থানীয় প্রতিবেদনও খুঁজে পাই এই বিষয়ে যার মধ্যে মন্দিরের দানবাক্সের উল্লেখ করা হয়। এই প্রতিবেদন অনুযায়ী দানবাক্সগুলি খোলা হয় প্রত্যেক চতুর্দশীতে। এখানে আরও বলা হয় ওই মন্দিরে বেশ কয়েক কোটি টাকা দান কথা হয়।

২০২২ সালের অক্টোবর মাসে রাজস্থান নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিতোরগড়ে একটি জনসভা করেন এবং তারপর তিনি এই মন্দির দর্শনও করেন। আমরা এই সংক্রান্ত ভিডিও তার যাচাই করা ইউটিউব চ্যানেলে খুঁজে পাই যেটি দেখা যাবে এখানে। 

ভাইরাল ভিডিওর সাথে প্রধানমন্ত্রীর যাচাই করা ইউটিউব চ্যানেলের ভিডিওর দৃশ্যের একটি তুলনা নিচে দেখা যাবে।

এরপর আমরা অযোধ্যার রাম মন্দিরের দান করার বিষয় বিস্তারিত খোঁজার চেষ্টা করায় জি নিউজের একটি প্রতিবেদন খুঁজে পাই এবং সেখানে বলা হয় ৩২০০ কোটি টাকা এখনও অবধি দান পেয়েছে অযোধ্যার রাম মন্দির। 

নিউজ ১৮ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী রাম মন্দির উদ্বোধনের দিন প্রায় ৩.১৭ কোটি টাকা দান করা হয়। এছাড়াও, আজতকের এক প্রতিবেদনে উপস্থিত অযোধ্যার রাম মন্দিরের দানবাক্সের ছবির সাথে ভাইরাল ভিডিওর দানবাক্সের মিল পাওয়া যায়নি। 






 


Tags:

Related Stories