Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

বাংলাদেশের পতাকা হাতে লিওনেল মেসির সৌজন্য সম্পাদিত ছবি বিভ্রান্তি ছড়াল

বুম দেখে লিগা প্রফেশনাল বাংলাদেশের ফুটবল অনুরাগীদের সৌজন্যে সম্পাদিত ছবিটি ২৮ নভেম্বর ২০২২ সোশাল মিডিয়ায় পোস্ট করে।

By - Sk Badiruddin | 1 Dec 2022 10:11 AM GMT

ফুটবলের ময়দানে বাংলাদেশের (Bangladesh Flag) পতাকা সহ ছুটন্ত লিওনেল মেসির (Lionel Messi) সৌজন্য সম্পাদিত (edited image) ছবি সোশাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশ বিভ্রান্তিকর দাবি সহ ছড়াচ্ছেন। কিছু সোশাল মিডিয়া ব্যবহারকারী যেমন ছবিটিকে সত্যি ভেবেছেন, আবার এই ছবিকেই বদলে বাংলাদেশের পতাকা বদলে রাজনৈতিক দল তৃণমূল কংগ্রসের (TMC flag) পতাকা জুড়ে দেওয়া হয়েছে।

বুম যাচাই করে দেখে লিগা প্রফেশনাল (liga profesional) কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপ (FIFA World Cup) চলাকালীন বাংলাদেশের ফুটবল অনুরাগীদের সৌজন্য জানাতে সম্পাদিত ছবিটি ২৮ নভেম্বর ২০২২ সোশাল মিডিয়ায় পোস্ট করে। লিগা প্রফেশনাল আর্জেন্টিনায় অনুষ্ঠিত ফুটবল লিগ।

ফেসবুকে ভাইরাল হওয়া ছবিটিতে দেখা যায় মাঠের মধ্যে বাংলাদেশের পতাকা দু'হাতে ধরে দৌড়ানোর ভঙ্গিমায় লিওনেল মেসি।

ছবিটি ফেসবুকে পোস্ট করে ক্যাপশন লেখা হয়েছে, "মেক্সিকোর সাথে গোল দিয়ে বাংলাদেশের পতাকা বের করে উদযাপন করলেন বস মেসি!! হ্যাঁ, এটাই মেসি, মেসি মানেই বাংলাদেশ, বাংলাদেশ মানেই মেসি। রেস্পেক্ট!" (বানান অপরিবর্তিত)

ফেসবুক পোস্টটি দেখুন এখানে


মেসির একই ভঙ্গিমার অন্য আরেকটি ভাইরাল ছবিতে বাংলাদেশের পতাকার বদলে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের ছবি। ছবিটি ফেসবুকে পোস্ট করে ইংরেজিতে ক্যাপশন লেখা হয়েছে, "এম ফর ম্যাজিক, এম ফর মেসি। খেলা হবে।"

ফেসবুক পোস্টটি দেখুন এখানে


তথ্য যাচাই

বুম ছবিটিকে রিভার্স সার্চ করে ২৮ নভেম্বর ২০২২ লিগা প্রফেশনাল আর্জেন্টিনার ক্লাব লিগা প্রফেশনালের যাচাই করা টুইটারফেসবুক পেজে ছবিটিকে পোস্ট হতে দেখে।

লিগা প্রফেশনাল ইংরেজিতে ওই বার্তায় লেখে, "লিওনেল মেসি। এটাই। এটাই টুইট।" বার্তায় দুই দেশ আর্জেন্টিনা ও বাংলাদেশের সৌভ্রাতৃত্বের কথা স্মরণ করা হয়। সন্মান জানানো হয় ফুটবল ঘিরে মেসি অনুরাগীদের উন্মাদনার প্রতি।

আসলে ফুটবল প্রেমী বাঙালি ও মেসি অনুরাগীদের প্রতি সৌজন্য জানাতেই লিগা প্রফেশনাল এই ছবি পোস্ট করে। বিষয়টি নিয়ে বাংলাদেশি গণমাধ্যম সমকালের প্রতিবেদন পড়ুন এখানে

আসল ছবি

বুম রিভার্স সার্চ করে মূল ছবিটিকে খুঁজে পায় আর্জেন্টিনার জাতীয় সংবাদ সংস্থা টেলমের ওয়েবসাইটে। ২৬ নভেম্বর ২০২২ প্রকাশিত ওই ছবির স্প্যনিশ ভাষায় শিরোনাম লেখা হয়, "রোসারিও তারকা লিওনেল মেসি দ্বিতীয় অর্ধের ১৮ মিনিটেক মাথায় আর্জেন্টিনা ১-০ স্কোর করে মেক্সিকোর বিরুদ্ধে একটি খেলায় যা চলছিল গ্রুপ সি'র বিশ্বকাপের দ্বিতীয় দিনে কাতারের লুসালি স্টেডিয়ামে।

আসল ছবিতে মেসির হাতে কোনও পতাকা নেই। মেসির ওই সুবর্ণ মুহূর্তের ওই ছবিটি সংবাদ সংস্থা টেলমের জন্য তোলেন জেনস ফার্নান্ডো।


বুম একই মুহূর্তের একটি ছবি খুঁজে পায় অ্যাসোসিয়েটেড প্রেসের ছবির আর্কাইভে। সেটি তোলেন এরিয়েল স্কালিট। টেলম ও অ্যাসোসিয়েটেড প্রেসের ছবির বর্ণনা একই।

২৭ নভেম্বর ২০২২ বে নিগোশিয়াস-তে একই ছবি সহ প্রতিবেদন প্রকাশিত হয়।

স্পোর্টস মোলের প্রতিবেদন অনুযায়ী, মেক্সিকোর বিরুদ্ধে আরেকটি গোল করে জয় ছিনিয়ে নেয় আর্জেন্টিনা।

নিচে ভাইরাল ও সম্পাদিত ছবি দুটির তুলনা দেওয়া হল। 


Related Stories