Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

ভারতে না, ভাইরাল ছবিতে বাংলাদেশের মেট্রোতেই শেখ হাসিনা

বুম দেখে ভাইরাল ছবিটি ডিসেম্বর ২০২২-এর, যেদিন বাংলাদেশের প্রথম মেট্রো পরিষেবা উদ্বোধন করেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

By - Srijanee Chakraborty | 1 Sep 2024 9:36 AM GMT

সম্প্রতি মেট্রো রেলের ভেতরে বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) সঙ্গে দুই মহিলার একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিটি শেয়ার করে সমাজ মাধ্যমে ভুয়ো দাবি করা হচ্ছে ছবিটি সাম্প্রতিক এবং এটি ভারতীয় মেট্রোয় তোলা ছবি। 

বুম যাচাই করে দেখে ভাইরাল ছবিটি পুরনো, সেটি ২৮ ডিসেম্বর, ২০২২-এ তোলা হয়। ছবিতে বাংলাদেশের প্রথম মেট্রো পরিষেবা উদ্বোধন করার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেনে চড়ার দৃশ্য দেখা যাচ্ছে। 

বাংলাদেশের সংরক্ষণ বিরোধী আন্দোলনের জেরে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যান মুজিবুর রহমান কন্যা শেখ হাসিনা। ৫ অগাস্ট, ২০২৪-এ বাংলাদেশ থেকে নিরাপত্তার জন্য ভারতে আসেন তিনি। নিরাপত্তার জন্য ভারতের এক অপ্রকাশিত স্থানে তিনি এখন থাকছেন। 

হাসিনার ভারতে থাকার পরিপ্রেক্ষিতে তার মেট্রো চড়ার ছবিটি ভাইরাল হয়েছে। একটি ফেসবুক পেজের তরফ থেকে ছবিটি শেয়ার করে ক্যাপশন হিসাবে লেখা হয়েছে, "ইন্ডিয়ান মেট্রোতে করে যাচ্ছি।"


পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে

তথ্য যাচাই 

বুম প্রথমে ভাইরাল ছবিটির সত্যতা যাচাই করতে রিভার্স ইমেজ সার্চ করে। এই অনুসন্ধানের মাধ্যমে আমরা একই ছবি ২৮ ডিসেম্বর ২০২২-এ প্রকাশিত সময় নিউজের একটি প্রতিবেদনে দেখতে পাই। 

"মেট্রোরেলে চড়ে গান গাইলেন প্রধানমন্ত্রী" শিরোনামসহ প্রতিবেদনটি থেকে জানা যায় ভাইরাল ছবিটি বাংলাদেশের প্রথম মেট্রো পরিষেবা উদ্বোধন করার পর মেট্রোয় করে এক স্টেশন থেকে অন্য স্টেশনে যাওয়ার ছবি এটি।


প্রতিবেদনটি দেখুন এখানে। 

আমরা একই ছবি বাংলা ট্রিবিউনের ২০২২ সালের ২৮ ডিসেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদনেও দেখতে পাই।  ওই প্রতিবেদন থেকে জানা যায় শেখ হাসিনার সঙ্গে ছবিতে দেখা যাচ্ছে তার ছোট বোন শেখ রেহানা এবং আওয়ামী লীগ নেত্রী মতিয়া চৌধুরীকে।


এছাড়াও, প্রতিবেদনটিতে শেখ হাসিনার মেট্রো যাত্রার অন্যান্য ছবিও দেখা যায় যেমন সবুজ একটি পতাকার মাধ্যমে তাকে মেট্রো চলাচল শুরু করার অনুমতি দিতে দেখা যায়।

প্রতিবেদনটি থেকে আরও জানা যায়, প্রথম মেট্রো যাত্রায় প্রাক্তন প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন দুশোর বেশি যাত্রী যাদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন, "যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, মাদ্রাসা শিক্ষক, ইমাম, অন্যান্য ধর্মযাজক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধি, পোশাক শ্রমিক, রিকশাচালক, কৃষক, শ্রমিক, দোকানি/বাদাম বিক্রেতা/সবজি বিক্রেতা, মেট্রোরেলের শ্রমিক, প্রতিরক্ষা ও আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যমকর্মী, কূটনীতিক, উন্নয়ন সহযোগী, একজন দৃষ্টি/বুদ্ধি প্রতিবন্ধী।"

বাংলা ট্রিবিউনের প্রতিবেদনটি দেখুন এখানে

Related Stories