Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

বাংলাদেশে জামায়েতের মিছিলের পুরনো ভিডিও ছড়াল ভুয়ো সাম্প্রদায়িক দাবিসহ

ভাইরাল ভিডিওতে বাংলাদেশের জামায়েত-ই-ইসলামীর এক বছর পুরনো মিছিলের দৃশ্য দেখা যাচ্ছে, কোলকাতার পার্ক সার্কাস নয়।

By - Srijanee Chakraborty | 4 Aug 2024 4:42 PM IST

সম্প্রতি ইসলাম ধর্মাবলম্বীদের মতো সাদা টুপি পরিহিত মানুষের এক বিরাট মিছিলের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বাংলাদেশের (Bangladesh) জামায়েত-ই-ইসলামীর (Jamaat-e-Islami) মিছিলের একটি পুরনো ভিডিও শেয়ার করে ব্যবহারকারীরা ভুয়ো সাম্প্রদায়িক দাবি (Communal Claim) করেছেন ভিডিওটি কোলকাতার (Kolkata) পার্ক সার্কাসের (Park Circus) হিন্দু (Hindu) বিরোধী মিছিলের। 

বুম যাচাই করে দেখে দাবিটি ভুয়ো। ভাইরাল ভিডিওটিতে ২০২৩ সালে বাংলাদেশে রাজনৈতিক দল জামায়েত-ই-ইসলামীর একটি মিছিলের দৃশ্য দেখা যাচ্ছে।

১ মিনিটের ভাইরাল ভিডিওটির উপরে "জায়মাত ইসলামি দল মাঠে নামছে, ইনশাআল্লাহ বিজয় হবে" লেখাটি দেখা যায়। ভাইরাল ভিডিওতে একটি ফ্লাইওভারের নীচ দিয়ে বহু লোকের এক সুবিশাল মিছিল যেতে দেখা যায় যা রাস্তার পাশে দাঁড়িয়ে অনেক লোক দেখছে এবং মোবাইলে ভিডিও করছে।

ভিডিওটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী ক্যাপশন হিসাবে লিখেছেন, "উপরের ছবিটা দেখুন, পশ্চিমবাংলার হিন্দুরা। এটা হলো মধ্যকলকাতা পার্কসার্কাস এলাকা। এরা হিন্দুদের কাটার জন্য রেডি। টিএমসি হিন্দু, বিজেপি হিন্দু, কংগ্রেস হিন্দু, সিপিম হিন্দু,কাউকে ছেরে দেবে না, কেউ ছার পাবে না, আমরা অনেক করে বলেছি। সব হিন্দু এক হন, সিপিএম ৩৫ বছরে কোটি কোটি বাংলাদেশি আর রোহিঙ্গা, এই দেশে ঢুকিয়েছে ভোটে জিতে থাকার জন্য। তারপর টিএমসি সরকার এলো। এই সরকার ও এক জিনিস করছে। সব মুসলিমদের নিয়ে এসে দেশ ভরে দিয়েছে। ১৩ বছর ধরে এর জন্য মমতা ব্যানার্জী দায়ি। পশ্চিমবঙ্গ ১২ কোটি জনগনকে কবরে পাঠিয়ে দিলো। ধন্যবাদ হিন্দু জিন্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদ।"


পোস্টটি দেখুন এখানে

ভিডিওটি একই ক্যাপশনসহ হোয়াটসঅ্যাপেও ভাইরাল হয়েছে।


তথ্য যাচাই 

 বুম এই একই ভিডিও ২০২৩ সালের আগস্ট মাসে অন্য একটি সাম্প্রদায়িক দাবিসহ ভাইরাল হলে তার তথ্য যাচাই করে। ভাইরাল ভিডিওটি ২০২৩ সালে বাংলাদেশের দক্ষিণ পন্থি রাজনৈতিক দল জামায়েত-ই-ইসলামীর একটি মিছিলের। 

আমরা সেসময় গুগলে ভাইরাল ভিডিওর কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে ১১ জুন ২০২৩-এর একটি এক্স পোস্ট পাই যেখানে ভাইরাল ভিডিওর অনুরূপ দৃশ্য লক্ষ্য করা যায়। 

পোস্টটির উর্দুতে লেখা ক্যাপশন থেকে জানা যায় ভিডিওটিতে বাংলাদেশের জামায়েত-ই-ইসলামীর একটি সমাবেশের দৃশ্য দেখা যাচ্ছে। ক্যাপশন থেকে আরও জানা যায় রাজনৈতিক দলটি দশ বছর বাদে উন্মুক্ত সমাবেশ করার অনুমতি পায় ও তাদের নেতা ডঃ শফিকুর রহমান ২০২২ সাল থেকে বিচার ছাড়াই জেলে রয়েছেন। 


পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে। 

 আমরা ফেসবুকেও ১১ জুন ২০২৩-এর একটি পোস্টে একই ভিডিও দেখতে পাই যার ক্যাপশন অনুযায়ী ভিডিওটি জামায়েত-ই-ইসলামির একটি মিছিলের। ওই পোস্টটির ক্যাপশন হিসাবে লেখা হয়, "আলহামদুলিল্লাহ,,, দীর্ঘ অনেক বছর পরে, বাংলাদেশ জামাত ইসলামের মিছিল অনুমতি পেয়ে। নারায়ে তাকবীর আল্লাহু আকবার।"

Full View

পোস্টটি দেখুন এখানে

নীচে এক্স ও ফেসবুক পোস্টের ভিডিওর সঙ্গে ভাইরাল ভিডিওর কিছু দৃশ্যের তুলনা দেওয়া হল। 


দ্য ডেইলি স্টার বাংলার ১০ জুন ২০২৩-এর একটি প্রতিবেদন থেকে জানা যায় বাংলাদেশের দক্ষিণপন্থি রাজনৈতিক দল জামায়েত-ই-ইসলামী দীর্ঘ এক দশক পর ২০২৩ সালের জুন মাসে বাংলাদেশের ঢাকায় সমাবেশ করে ঢাকার মহানগর পুলিশের থেকে মৌখিক নিশ্চয়তা পাওয়ার পর।


জামায়েত-ই-ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করার আগে ২০১৩ সালে ফেব্রুয়ারি মাসে শেষ বার রাজনৈতিক দলটি সমাবেশ করেছিল। ১ আগস্ট ২০২৪-এ ফের জামায়েত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

Tags:

Related Stories