সম্প্রতি সমাজমাধ্যমে এক ভিডিও পোস্ট করে অনেকে দাবি করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গার্ডেনরিচে বহুতল ভেঙে পড়ার পর পরিদর্শনে গেলে তাকে উদ্দেশ্য করে জয় শ্রী রাম স্লোগান দেওয়া হয়েছে।
বুম যাচাই করে দেখে ভিডিওটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে জয় শ্রী রাম স্লোগানটি ডিজিটাল উপায়ে সম্পাদনা করে যোগ করা হয়েছে।
১৭ মার্চ ২০২৪ তারিখে গার্ডেনরিচের ফতেহপুর ব্যানার্জী পাড়া এলাকায় একটি নির্মীয়মান বহুতল মাঝরাতে ভেঙে পরে। এখনো পর্যন্ত এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা ১২ বলে জানা গিয়েছে। বহুতলটি বেআইনি ভাবে তৈরী করা হচ্ছিল। কলকাতা পুরসভার তরফ থেকে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গার্ডেনরিচ এলাকায় এমন একাধিক বেআইনি নির্মাণ রয়েছে বলেও অভিযোগ ওঠে।
ওই দুর্ঘটনার পরের দিন সকালে, ১৮ মার্চ ২০২৪ তারিখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গার্ডেনরিচে যান এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে রাজ্য সরকারের তরফ থেকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন। মুখ্যমন্ত্রী ১৪ মার্চ ২০২৪ তারিখে মাথায় চোট পেয়েছিলেন এবং মাথায় ব্যাণ্ডেজ নিয়েই তিনি গার্ডেনরিচ পরিদর্শনে যান।
এই পরিপ্রেক্ষিতে তার গার্ডেনরিচের দুর্ঘটনা স্থলে যাওয়ার ভিডিওটি ফেসবুকে শেয়ার করা হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় ব্যাণ্ডেজ ও কালো ওড়না জড়িয়ে একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এবং সাথে জয় শ্রী রাম ধ্বনি শোনা যাচ্ছে। এক ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, "পিসি জয় শ্রী রাম"।
ভিডিওটির মধ্যে উপরের দিকে লেখা রয়েছে, "সকাল সকাল বাড়ির সামনে পিসির দর্শন" এবং নিচে লেখা, "পিসি যাচ্ছে আর জয় শ্রীরাম জয় শ্রীরাম বলছে সব।"
ভিডিওটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
ভিডিওটি ফেসবুকে একাধিকবার শেয়ার করা হয়। একজন ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে লেখেন, "পালাও পালাও পিসি পালাও জয় শ্রী রাম তারা করেছে।"
ভিডিওটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম কিওয়ার্ড সার্চ করে দেখে এই একই ভিডিও ফেসবুকে আপলোড করা হয়েছে ১৮ মার্চ ২০২৪ তারিখে। এই ভিডিওটিতে কোনও স্লোগান শুনতে পাওয়া যায়নি। মীনাক্ষী দাস মন্ডল নামক এক ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, "সকাল সকাল বাড়ির সামনে পিসির দর্শন।"
ভিডিওটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
পোস্টের নিচের কমেন্টগুলি পরে আমরা দেখতে পাই যে মীনাক্ষী তার এক বন্ধুর কমেন্টের উত্তরে লিখেছেন যে মুখ্যমন্ত্রী ১৭ মার্চ ২০২৪ তারিখে বহুতল ভেঙে পড়ার পর ১৮ মার্চ ২০২৪ তারিখে তার এলাকায় এসেছিলেন।
তবে বুম স্বাধীনভাবে ভিডিওটি মীনাক্ষী দাস মন্ডলের তোলা কিনা তা যাচাই করতে সক্ষম হয়নি।
এছাড়াও, আমরা এবিপি আনন্দের ১৮ মার্চ ২০২৪ তারিখে গার্ডেনরিচের দুর্ঘটনা সম্পর্কিত এক নিউজ বুলেটিন পাই। ওই ভিডিও প্রতিবেদনে মুখ্যমন্ত্রীকে গার্ডেনরিচের বহুতল দুর্ঘটনার এলাকায় দেখা যায়। ভাইরাল ভিডিওটির মতো এলাকাবাসীর মমতা বন্দ্যোপাধ্যায়কে অভ্যর্থনা জানানোর একই রকম দৃশ্য প্রতিবেদনটিতে দেখা যাচ্ছে ৪:১৭ মিনিট থেকে ৪:৩১ মিনিট পর্যন্ত। কিন্তু সেখানে কোথাও কাউকে জয় শ্রী রাম স্লোগান দিতে শোনা যায় না।
এবিপি আনন্দের তরফ থেকে এই ভিডিও প্রতিবেদনটির লাইভ সম্প্রচারণও হয়।
নিচে এবিপি আনন্দ ফুটেজের স্ক্রিনশট ও ভাইরাল ভিডিওর স্ক্রিনশটের তুলনা করা হল।
বুম একজন বিশেষজ্ঞের সাথে ভিডিওটি ফরেন্সিকভাবে পরীক্ষা করার জন্য যোগাযোগ করে। আইআইটি যোধপুরের ইমেজ এনালাইসিস ও বায়োমেট্রিক ল্যাব দ্বারা তৈরী ওযেবসাইট itisaar.ai থেকে পাওয়া ফলাফল থেকে নিশ্চিতভাবে জানা যায় জয় শ্রী রাম স্লোগানটি আলাদা করে ভিডিওটিতে যোগ করা হয়েছে।