Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

ভারতীয় বায়ুসেনার বিমানের ভাইরাল ছবিটি তেজগাঁও নয়, রাঁচিতে তোলা

বুম দেখে ভারতীয় সেনাবাহিনীর বিমানের ভাইরাল ছবিটি তেজগাঁও নয় বরং ২০২১ সালে রাঁচির বিরসা মুন্ডা বিমানবন্দরে তোলা।

By - Srijanee Chakraborty | 5 Aug 2024 2:59 PM IST

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) বিমানের একটি পুরোনো ছবি ভুয়ো দাবিসহ ছড়িয়ে পড়েছে। সমাজমাধ্যম ব্যবহারকারীরা দাবি করেছেন ভারতীয় বায়ুসেনার এই বিশেষ বিমানটি বর্তমানে বাংলাদেশের (Bangladesh) তেজগাঁও (Tejgaon) বিমানবন্দরে দাঁড়িয়ে আছে।

বুম যাচাই করে দেখে ভাইরাল ছবিটি ২০২১ সালে রাঁচির বিরসা মুন্ডা বিমানবন্দরে তোলা হয়। করোনার সময় দেশে রোগীদের প্রয়োজনীয় অক্সিজেনের অভাব মোকাবিলা করার জন্য ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমান ব্যবহার করা হয় ভারতের বিভিন্ন রাজ্যে অক্সিজেন সরবরাহের জন্য।

বর্তমানে সংরক্ষণ বিরোধী আন্দোলনে অশান্ত বাংলাদেশ, আন্দোলন সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে বহু ছাত্রের প্রাণহানিও ঘটেছে। এরই মধ্যে ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানের ছবিটি ভাইরাল হয়েছে। 

এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল পোস্টটি শেয়ার করে দাবি করেছেন, "ভারতীয় সেনাবাহিনীর বিশেষ বিমান তেজগাঁও বিমান ঘাঁটিতে অবস্থান করছে..!!"


পোস্টটি দেখুন এখানে

 আরও একজন ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, "কিছুক্ষণের মধ্যেই বিদায় ইনশাআল্লাহ! ভারতীয় সেনাবাহিনীর বিশেষ বিমান তেজগাঁও বিমান ঘাঁটিতে অবস্থান করছে। সবাই সাজদায় লুটিয়ে আল্লাহর কাছে দোয়া করেন।"


পোস্টটি দেখুন এখানে

তথ্য যাচাই 

বুম দেখে ভাইরাল দাবিটি ভুয়ো। ছবিটি ২০২১ সালের মে মাসে রাঁচির বিরসা মুন্ডা বিমানবন্দরে তোলা এবং এই ছবির সঙ্গে বাংলাদেশের কোনও সম্পর্ক নেই।

আমরা দাবিটির সত্যতা যাচাই করতে প্রথমে ভাইরাল ছবিটির গুগলে রিভার্স ইমেজ সার্চ করে। সার্চের মাধ্যমে আমরা দ্য টেলিগ্রাফের একটি প্রতিবেদনে ভাইরাল ছবিটি দেখতে পাই।


১১ মে ২০২১-এ প্রকাশিত ওই প্রতিবেদন অনুযায়ী ছবিটিতে রাঁচির বিরসা মুন্ডা বিমানবন্দরে অক্সিজেন সিলিন্ডার বাহক ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানটি দাঁড়িয়ে আছে। প্রতিবেদন থেকে জানা যায় করোনা কালে দেশের বিভিন্ন রাজ্যে রোগীদের পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করার জন্য এইরকম ১০০টি বিমান মোট ১৩৯টি খালি অক্সিজেন ট্যাংকার ঝাড়খণ্ডের রাঁচি শহরে আনা হয়। 

অক্সিজেন ট্যাংকারগুলিতে টাটা স্টিল ও বোকারো স্টিল প্ল্যান্ট থেকে তরল অক্সিজেন ভরে রাস্তা বা রেলপথ দিয়ে প্রয়োজনীয় রাজ্যগুলিতে পাঠানো হয়। প্রতিবেদনটি পড়ুন এখানে

১২ মে ২০২১-এ প্রকাশিত টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে জানা যায় বায়ুসেনার বিমানে করে আনা অক্সিজেন ট্যাংকারগুলি জামশেদপুর এবং বোকারো থেকে ভরতি করার পর ভারতীয় রেল এই ভরতি অক্সিজেন সিলিন্ডারগুলি দেশজুড়ে সঠিক সময়ে পৌঁছে দেয়। 

২৩ এপ্রিল ২০২১ থেকে ভারতীয় রেল "অক্সিজেন এক্সপ্রেস" নামক বিশেষ মালবাহী ট্রেন অক্সিজেন সরবরাহের জন্য চালু করেছে।

Tags:

Related Stories