ফ্যাক্ট চেক

প্যারিস অলিম্পিকে পি ভি সিন্ধুর পাশে দেবাংশুর ভাইরাল ছবিটি সম্পাদিত

বুম দেখে আদতে ভারতীয় ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধুর পাশে ছবিতে দাঁড়িয়েছিলেন টেবিল টেনিস খেলোয়াড় অচন্ত শরৎ কমল।

By - Srijanee Chakraborty | 30 July 2024 6:47 PM IST

প্যারিস অলিম্পিকে পি ভি সিন্ধুর পাশে দেবাংশুর ভাইরাল ছবিটি সম্পাদিত

২০২৪ সালে চলতি প্যারিস অলিম্পিকের (Paris Olympics) উদ্বোধনী অনুষ্ঠানের (Opening Ceremony) সময় ভারতের পতাকাবাহী পি ভি সিন্ধুর (P V Sindhu) পাশে সম্পাদনা করে যোগ করা তৃণমূল কংগ্রেস (TMC) নেতা দেবাংশু ভট্টাচার্যর (Debangshu Bhattacharya) ছবি ভুয়ো দাবিসহ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ব্যবহারকারীরা দাবি করেছেন প্যারিসে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের সময় ভারতীয় ব্যাডমিন্টন তারকা সিন্ধুর সঙ্গে ছবি তুলেছেন দেবাংশু ভট্টাচার্য। 

বুম যাচাই করে দেখে ছবিতে আদতে দেবাংশু ভট্টাচার্য নয়, সিন্ধুর পাশে ছবিতে ছিলেন ভারতের আরেকজন পতাকাবাহী ও টেবিল টেনিস খেলোয়াড় অচন্ত শরৎ কমল।

২০২৪ সালের ২৬ জুলাই অনুষ্ঠিত হয় প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। ওই অনুষ্ঠানের প্যারেড অফ নেশনসে ভারতের পতাকা বহন করার সম্মানীয় দায়িত্বের ভারপ্রাপ্ত ছিলেন মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় ও দুবার অলিম্পিক পদক জয়ী পি ভি সিন্ধু এবং টেবিল টেনিস খেলোয়াড় ও কমন ওয়েলথ গেমসে একাধিক পদকজয়ী অচন্ত শরৎ কমল।

অলিম্পিক নিয়ে দর্শকদের উত্তেজনার আবহে দেবাংশু ভট্টাচার্যর সঙ্গে সিন্ধুর ছবিটি ভাইরাল হয়েছে ফেসবুকে। ছবিটির উপর লেখা হয়েছে, "২০২৪ প্যারি অলিম্পিকে দেবাংশু ভট্টাচার্য"। 

একজন ব্যবহারকারী ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, "হয়তো আমাদের রাজনৈতিক মতাদর্শ ভিন্ন, কিন্ত আন্তর্জাতিক মঞ্চে উত্থানের জন্য দেবাংশু ভট্টাচার্যকে জানাই আন্তরিক শুভনন্দন।"


পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে

 আরও এক ফেসবুক ব্যবহারকারী ছবিটি শেয়ার করে লিখেছেন, "কারা যেন বলছিল যে আমাদের রাজ্য থেকে নাকি কেউ অলিম্পিকে খেলতে য়ায নি।"


পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে

তথ্য যাচাই 

বুম দাবিটির সত্যতা যাচাই করতে প্রথমে গুগলে প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে দেবাংশু ভট্টাচার্যের উপস্থিতি সম্পর্কিত কিওয়ার্ড সার্চ করে। তবে আমরা এই সংক্রান্ত কোনও প্রতিবেদন খুঁজে পাইনা। 

এরপর, গুগল লেন্সের সাহায্যে ছবিটির রিভার্স ইমেজ সার্চ করি। সার্চের মাধ্যমে আমরা হিন্দুস্তান টাইমসের ফেসবুক পেজে ২৭ জুলাইয়ের একটি পোস্ট দেখতে পাই।

পোস্টার ক্যাপশন হিসাবে লেখা হয়, "#অচন্তশরৎকমল, #পিভিসিন্ধুর নেতৃত্বে ভারতীয় দল স্যেন নদীতে ঐতিহাসিক প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে।

Full View

পোস্টটি দেখুন এখানে। 

আমরা লক্ষ্য করি পোস্টটিতে আপলোড করা সিন্ধু ও শরৎ কমলের ছবিটির সঙ্গে দেবাংশুর মুখ বাদে পোশাক ও প্রেক্ষাপট সবকিছুই ভাইরাল ছবিটি মিলে যায়। 

নীচে দুটি ছবির একটি তুলনা দেওয়া হল।


এছাড়াও, আমরা তৃণমূল নেতার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতেও প্যারিস অলিম্পিক দেখতে যাওয়া সংক্রান্ত কোনও পোস্ট দেখতে পাইনি। 

এরথেকেই বোঝা যায় সিন্ধু ও শরৎ কমলের ছবিতে সম্পাদনার মাধ্যমে দেবাংশু ভট্টাচার্যর মুখের ছবিটি যোগ করা হয়েছে।

Tags:

Related Stories