Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

R Plus-এর ভুয়ো স্ক্রিনশট ছড়িয়ে দাবি প্রধানমন্ত্রী তৃণমূলকে ভোট দিতে বলেছেন

R Plus-এর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ভাইরাল গ্রাফিকের স্ক্রিনশটটি ভুয়ো এবং তারা এমন কোনও খবর প্রকাশ করেনি।

By - Srijanee Chakraborty | 31 May 2024 2:06 PM IST

লোকসভা ভোটের মরশুমে R Plus সংবাদমাধ্যমের একটি গ্রাফিকের ভুয়ো স্ক্রিনশট সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ওই ভুয়ো স্ক্রিনশটটি শেয়ার করে দাবি করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) পশ্চিমবঙ্গে সপ্তম দফার ভোট হওয়ার আগে জনগণকে সিপিএম (CPIM) নয় তৃণমূল কংগ্রেসকে (TMC) ভোট দিতে বলেছেন।

বুম যাচাই করে দেখে R Plus-এর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তারা এমন কোনও খবর প্রকাশ করেনি।

১ জুন ২০২৪, শেষ দফার লোকসভা ভোটের আগে রোড শো করতে কলকাতায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর কলকাতা ও দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীদের সাথে নিয়ে বাগবাজারে মা সারদার বাড়ি থেকে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ি অবধি রোড শো করেন মোদী। শ্যামবাজারে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতেও শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি। রোড শোতে তার সঙ্গে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।

সমাজমাধ্যমে R Plus-এর গ্রাফিকের ভাইরাল স্ক্রিনশটটিতে R Plus ডিজিটালের লোগোর নীচে 'লোকসভার মহাসংগ্রাম' এবং ইংরেজিতে 'ব্রেকিং' কথাটি দেখা যায়। তার নীচে লেখা, "সিপিএম নয়, তৃণমূলকে ভোট দিন, শেষ দফায় ডাক মোদীর।"

এই ভুয়ো স্ক্রিনশটটি শেয়ার করে তৃণমূল ও বিজেপির মধ্যে সমঝোতার দিকে ইঙ্গিত করে একজন ফেসবুক ব্যবহারকারী ক্যাপশনে লিখেছেন, "শেষ দফার আগে রফা পরিষ্কার দিদি জানালেন 1 জুন ইন্ডিয়ার বৈঠকে যাবেননা| (দাদা খুশি) দাদা জানালেন সিপিএমকে নয় তৃণমূলকে ভোট দেয়া ভালো| (দিদি খুশি) আসলে দুজন দুজনকে খুশি করার পেছনে অন্যতম রহস্য হলো, নির্বাচন পরবর্তী সমঝোতা...শেষ দফায় আপনার ভবিষ্যতের দফারফা আটকাতে আরেকটিবার কাস্তে হাতুড়ি তারা চিন্হে ভরসা রাখুন, পরিস্থিতি বদলে যাবে।"


পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে

আরও একজন ফেসবুক ব্যবহারকারী ভাইরাল পোস্টটি শেয়ার করে ক্যাপশন হিসাবে লিখেছেন, "সিপিএমকে নয়, তৃণমূলকে ভোট দিন, শেষ দফায় ডাক মোদীর।"


পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে

তথ্য যাচাই

বুম দাবিটির সত্যতা যাচাই করতে প্রথমে গুগলে প্রধানমন্ত্রীর তৃণমূলকে সমর্থন সংক্রান্ত কিওয়ার্ড সার্চ করে। কিন্তু আমরা প্রধানমন্ত্রীর এমন কোনও বক্তব্য সম্পর্কিত প্রতিবেদন খুঁজে পাই না।

এরপর আমরা R Plus সংবাদমাধ্যমের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টে ভাইরাল গ্রাফিকের স্ক্রিনশট দেখতে পাই। ওই স্ক্রিনশটটি শেয়ার করে তারা ক্যাপশনে জানিয়ে দেয় সেটি ভুয়ো।

আর প্লাসের তরফ থেকে ওই পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, "Fake News Alert :- সোশ্যাল মাধ্যমে এই ধরনের একটি পোস্ট ঘুরছে যা সম্পূর্ণ মিথ্যা এবং আর প্লাস নিউজের ভাবমূর্তি কলুষিত করার জন্যই এই ধরনের পোস্ট তৈরি করে সোশ্যাল মাধ্যমে পোস্ট করা হয়েছে। এটি একটি Fake Post RPLUS News এই ধরনের পোস্টের সঙ্গে কোনভাবেই জড়িত নয়। #FAKEALERT #fakepost #fAKENEWS #Fakenews #FAKEALERT"

Full View

পোস্টটি দেখুন এখানে

Tags:

Related Stories