সম্প্রতি পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা বিজেপির (BJP) আধিকারিক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে লাইনের উপর থাকা মেট্রো রেলের (Metro Rail) এক ছবি প্রকাশ করে দাবি করা হয় গত ১০ বছরে কেন্দ্রে বিজেপি সরকারের নেতৃত্বে এমনটাই উন্নত হয়েছে ভারতীয় মেট্রোর পরিষেবা।
ভাইরাল ওই পোস্টে মেট্রোর ছবির পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ব্যবহার করে বর্তমান লোকসভা নির্বাচনে বিজেপির পক্ষে ভোটদান করার জন্য আবেদনও করা হয়।
বুম যাচাই করে দেখে ছবিতে দেখতে পাওয়া মেট্রোর দৃশ্য ভারতের নয়, বরং সিঙ্গাপুরের জুরং পূর্ব মেট্রো স্টেশনের। আমরা দেখতে পাই সিঙ্গাপুর সরকার সেদেশের পরিবহন ব্যবস্থা সংক্রান্ত প্রচারে ছবিটি তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছিল।
বিজেপির প্রকাশিত ওই গ্রাফিকে ২০১৪ সালের পূর্ববর্তী ও পরবর্তী মেট্রো রেল পরিষেবার তুলনা করে বলা হয় কংগ্রেস সরকারের শাসনকালে যে মেট্রো ব্যবস্থা সারা দেশের ৫টি শহরে ছিল তা ২০১৪ পরবর্তী বিজেপি সরকারের আমলে দেশের ২০টি শহরে উপস্থিত। বঙ্গ-বিজেপি ও ত্রিপুরা বিজেপির অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে গ্রাফিকটি পোস্ট করে তার ক্যাপশন হিসাবে লেখা হয়, "কর্মসংস্থান না বাড়লে কীভাবে ভারতের শহরে শহরে পৌঁছে গেল মেট্রো পরিষেবা? কংগ্রেস বলবে, বিজেপি করবে!"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম ভাইরাল পোস্টটির সত্যতা যাচাই করতে রিভার্স ইমেজ সার্চ করে ছবিটি সিঙ্গাপুর সরকারের এক ওয়েবসাইটে খুঁজে পায়।
সিঙ্গাপুর সরকারের সেই ওয়েবসাইটটির 'Living in Singapore' বিভাগে 'নিরাপদ, পরিষ্কার ও সহজেই যাতায়াত' বিভাগে ছবিটি প্রকাশ করা হয়। সিঙ্গাপুর সরকারের প্রকাশিত মেট্রোর সেই ছবির সাথে বিজেপির গ্রাফিকে থাকা ছবিটির তুলনা নীচে দেখতে পাওয়া যাবে।
এছাড়াও, সিঙ্গাপুরের সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমসের প্রকাশিত এক প্রতিবেদনেও সিঙ্গাপুর সরকারের প্রকাশিত ছবিতে থাকা মেট্রোর অনুরূপ এক ছবি খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনটি অনুযায়ী ওই ছবিতে সিঙ্গাপুরের জুরং ইস্ট এমআরটি স্টেশনের দৃশ্য দেখতে পাওয়া যায়। নীচে রইল সেই দৃশ্যের তুলনা।
এই তথ্যকে সূত্র ধরে আমরা গেটি ইমেজেসে জুরং ইস্ট সংক্রান্ত কীওয়ার্ড সার্চ করে আন্তর্জাতিক সংবাদসংস্থা এএফপির ফটোগ্রাফার রসলান সালমানের তোলা ওই জায়গার এক ছবি পাই। ২০১৬ সালের ১৮ জুলাই তোলা সেই ছবিতে জুরং ইস্ট লাইনের উপর দিয়ে সিঙ্গাপুরের এক মেট্রোর দৃশ্য দেখতে পাওয়া যায়।