দিল্লির ল্যাকমে (Lakme) ফ্যাশন সপ্তাহের অনুষ্ঠানে আম আদমি পার্টির নব-নির্বাচিত রাজ্যসভা সদস্য রাঘব চাড্ডার (Raghav Chadha) রঙ করা চুল ও মেক-আপ নেওয়া মুখের ছবিটা সম্পাদনা করা।
ছবিটিতে চাড্ডাকে চুলে রঙ করা ছাড়াও চোখে কাজল এবং ঠোঁটে লিপস্টিক পরা অবস্থায় দেখানো হয়েছে।
গত ২৭ মার্চ নয়াদিল্লিতে অনুষ্ঠিত ল্যাকমে ফ্যাশন সপ্তাহে ফ্যাশন ডিজাইনার পবন সচদেবার ফ্যাশন প্রদর্শনীতে রাঘব চাড্ডাকে কালো রঙের স্যুট পরে হাঁটতে দেখা যায়। চাড্ডা সেখানে রীতিমত সাড়াও ফেলে দেন।
চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত ফোটোশপ করা চাড্ডার ছবিটি টুইট করে প্রশ্ন করেন, এটি কার ছবি তা অনুমান করতে।
পোস্টটির আর্কাইভ দেখতে এখানে ক্লিক করুন।
পোস্টটির আর্কাইভ দেখতে এখানে ক্লিক করুন।
পোস্টটির আর্কাইভ করা আছে এখানে ।
আরও পড়ুন: ভুয়ো দাবি: বিধায়ক-পরিচালক রাজ চক্রবর্তী সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করলেন
তথ্য যাচাই
বুম ছবিটির খোঁজখবর লাগিয়ে দেখেছে, ২৭ মার্চ আম আদমি পার্টির সোশাল মিডিয়া দলের অঙ্কিতা শাহের টুইটে চাড্ডার আসল ছবিটা প্রকাশিত হয়l তাঁর টুইটে অনুষ্ঠান থেকে চাড্ডার তিনটি ছবি পোস্ট করে লেখা হয়—"যুব সমাজের নায়ক এবং রাজ্যসভার তরুণতম সাংসদ রাঘব চাড্ডা ল্যাকমে ফ্যাশন সপ্তাহের মঞ্চে আগুন জ্বেলে দিয়েছেন।"
পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।
ভাইরাল হওয়া ছবি এবং আসল ছবির মধ্যে পার্থক্যটা নীচের ছবিতে স্পষ্ট হবে।
এই সূত্র অনুসরণ করে এবং কয়েকটি মূল শব্দ বসিয়ে অনুসন্ধান করে আমরা ২৭ মার্চ ২০২২ ফ্যাশন ডিজাইন কাউন্সিল অফ ইন্ডিয়ার সরকারি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও আপলোড হতে দেখি। অনুষ্ঠানের অন্যান্য ছবি এবং ভিডিও দেখলেও স্পষ্ট হয় যে, রাঘব চাড্ডার ভাইরাল করা মেক-আপ-সজ্জিত ছবিটাতে অতিরিক্ত মেক-আপ চড়িয়ে সম্পাদনা করা হয়েছে।
আরও পড়ুন: ২০১৮ সালে ওড়িশার থানায় পুলিশের নারী নিগ্রহের ভিডিও ছড়াল পশ্চিমবঙ্গের বলে