Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

অর্ণব গোস্বামীর নাচের ভিডিও উদ্ধব ঠাকরের ইস্তফার সঙ্গে সম্পর্কিত নয়

‘টাইমস নাউ’-এর এক প্রাক্তন কর্মী বুমকে জানান ভিডিওটি ২০০৫ সালের জুলাই মাসে চ্যানেলের নাম ও প্রতীক অনুমোদন পাওয়ার সময়ের।

By - BOOM FACT Check Team | 5 July 2022 8:33 PM IST

অর্ণব গোস্বামী (Arnab Goswami)  এক দল লোকের সঙ্গে নাচছেন (dancing), এই ভিডিও ফেসবুকে ভাইরাল করে দাবি করা হয়েছে যে, 'রিপাবলিক টিভি'-র প্রধান সম্পাদক মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের (Uddhav Thackarey) মহারাষ্ট্র আঘাড়ি জোট সরকারের পতনের খবর আনন্দে এই ভাবে উদযাপন করছেন।

৩০ সেকেন্ডের এই ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে, সুখবীর-এর একটি গান "ইশ্ক তেরা তড়পাবে"র তালে-তালে এক দল লোক নাচছে। আর সেই দলে অপেক্ষাকৃত তরুণ অর্ণব গোস্বামীকেও দেখা যাচ্ছে।

ফেসবুকের বেশ কয়েকটি দক্ষিণপন্থী হ্যান্ডেল থেকে এই পোস্টটি ভাইরাল করে দাবি করা হয়েছে, মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন সরকারের পতনের পরেই নাকি অর্ণব আনন্দে মেতে এমন কাণ্ড করছেন।

একটি ক্যাপশনে যেমন লেখা হয়েছে, "উদ্ধব ঠাকরের সমূহ পরাজয়ের খবরে রিপাবলিক টিভির স্টুডিওর ভিতরেই অর্ণব আনন্দে উদযাপনে মেতেছেন।"


একই দাবিতে বাংলা ক্যাপশন সহ ভিডিওটি ফেসবুকেও ভাইরাল হয়েছে


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় শাসক দল ভারতীয় জনতা পার্টির মুখর সমর্থক অর্ণব গোস্বামী বিভিন্ন ইস্যুতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কঠোর সমালোচনা করে এসেছেন। ২০১৮ সালের একটি আত্মহত্যার মামলার অভিযোগে ২০২০ সালে অর্ণব গ্রেফতারও হন, যখন তাঁর বক্তব্য ছিল, মহারাষ্ট্র সরকার এবং শিব সেনা তাঁর প্রতি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে।

ইতিমধ্যে দলের ভিতরেই অভ্যন্তরীণ বিদ্রোহে কোণঠাসা হয়ে পড়ায় গত বুধবার উদ্ধব ঠাকরে একনাথ শিন্ডের কাছে গরিষ্ঠতা হারিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। সেই পরিপ্রেক্ষিতেই এই ভিডিওটি ভাইরাল হয়েছে।

আরও পড়ুন: জি নিউজে মিথ্যে খবর উদয়পুরের অভিযুক্তদের রাহুল গাঁধী 'বাচ্চা' বলেছেন

তথ্য যাচাই

বুম এ বিষয়ে নিশ্চিত হয়েছে যে ভিডিওটি ২০০৫ সালের জুলাই মাসের, যখন 'টাইমস নাউ' চ্যানেলটি আত্মপ্রকাশ করে।

আমরা "অর্ণব গোস্বামী নাচছে" এই শব্দগুলি বসিয়ে খোঁজ লাগিয়ে ইউটিউবে এই একই ভিডিও আপলোড হতে দেখি ২০২১ সালের মার্চ মাসে।

এতেই প্রমাণ হয় যে ভিডিওটি অন্তত সাম্প্রতিক নয় এবং মহারাষ্ট্রের বর্তমান রাজনৈতিক সংকটের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।


ভিডিওটি ভালো করে পর্যবেক্ষণ করলে এটাও বোঝা যায় যে সেটি বেশ পুরনো, কারণ তাতে যে অর্ণবকে দেখা যাচ্ছে, তাঁর বয়স এখনকার চেয়ে বেশ কম। ভাইরাল হওয়া ভিডিওটিতে অর্ণবের চুলের ছাঁদ দেখেও আমাদের মনে হয়েছে, অর্ণব যে-সময় 'টাইমস নাউ'-তে ছিলেন, এটি সেই সময়কার ছবি। ওই চ্যানেলটিতে অর্ণব কাজ করেছিলেন ২০০৬ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত, যখন তিনি "দ্য নিউজ-আওয়ার ডিবেট" অনুষ্ঠানটি সঞ্চালনা করতেন।

"সিএনএন আইবিএন (নিউজ ১৮)" চালু হওয়ার অল্প সময়ের ব্যবধানে ২০০৬ সালের জানুয়ারি মাসে "টাইমস নাউ" চ্যানেলটি চালু হয়।

এই সূত্র অনুসরণ করেই আমরা 'টাইমস নাউ' উদ্বোধনের পার্টি বিষয়ে ইউটিউবে খোঁজ করি। পার্টির ভিডিও ক্লিপটি অবশ্য ২০১০ সালের ১১ ফেব্রুয়ারির। তাতে লেখা ছিল—'টাইমস নাউ হিসাবে চ্যানেলের নামকরণের উদযাপনের জন্যই এই উত্সব।'

ভিডিওটির শুরুতেই লেখা ছিল, 'আপনাদের সামনে পরিবেশন করা হচ্ছে টাইমস নাউ এবং তারপর তার সূচনার উদযাপন উৎসব ২০০৫'।


এই ভিডিওটির ৩ মিনিটের মাথায় অর্ণব গোস্বামীকে নাচতে দেখা যাবে।

Full View

ভিডিওটি ঠিক কবে, কোন তারিখে রেকর্ড করা হয়েছিল, তা নিশ্চিত ভাবে জানতে বুম 'টাইমস নাউ'-এর এক প্রাক্তন কর্মীকেও জিজ্ঞাসাবাদ করে।

নিজের নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মীটি বুমকে জানান, "এটা চ্যানেলটির সূচনার উদযাপন উত্সব নয়, চ্যানেলের লোগো বা প্রতীক পাওয়ার উপলক্ষটাই এখানে উদযাপন করা হচ্ছিল।

এবং তিনি জানান, ক্লিপটি ২০০৫ সালের ২ জুলাই তারিখের।

আরও পড়ুন: ভুয়ো দাবিতে মহড়া ভিডিও ছড়াল ফরিদাবাদ মেট্রো স্টেশনে জঙ্গি ধৃত বলে

Tags:

Related Stories