Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

অযোধ্যায় জটায়ুর আগমন বলে ছড়াল রাস্তায় বসে থাকা শকুনদের পুরনো ভিডিও

বুম যাচাই করে দেখে দৃশ্যটি সাম্প্রতিক অযোধ্যার নয়। ২০২১ সাল থেকে এই ভিডিও অনলাইনে উপস্থিত রয়েছে।

By -  Srijit Das |

8 Jan 2024 2:45 PM IST

রাস্তায় জড়ো হওয়া এক দল শকুনের (Vultures) এক পুরনো ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করা হয় উত্তরপ্রদেশে  রাম মন্দির (Ayodhya Ram Mandir) উদ্বোধনের (Inauguration) আগে জটায়ুকে অযোধ্যায় দেখতে পাওয়া গেছে।

বুম যাচাই করে দেখে ২০২১ সালের অক্টোবর মাস থেকে ভিডিওটি অনলাইনে রয়েছে। অতএব, ২২ জানুয়ারি, ২০২৪ তারিখে রাম মন্দিরের উদ্বোধনের সম্প্রতি অযোধ্যায় জটায়ু দেখতে পাওয়ার দাবির ভাইরাল এই ভিডিওর কোনও সম্পর্ক নেই।

সাম্প্রতিক কিছু সংবাদ প্রতিবেদন অনুযায়ী, জটায়ু পাখি হিন্দু মহাকাব্য রামায়ণে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কারণে ঐতিহাসিক 'কুবের টিলায়' ইতিমধ্যেই জটায়ুর এক তাম্রমূর্তি স্থাপন করা হয়েছে। দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রকাশিত একটি প্রতিবেদনে থাকা এক বিবৃতিতে রাম জন্মভূমি ট্রাস্টের কোষাধ্যক্ষ গোবিন্দ দেবগিরি জানান জটায়ুর এই মূর্তি আদতে কলিযুগে রাম মন্দিরের সংগ্রামের সাথে যুক্ত অসংখ্য ভক্তদের বলিদানের প্রতীক।

ভাইরাল এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করা হয় উদ্বোধনের আগে জটায়ু দেবতা অযোধ্যার রাম মন্দিরের দর্শন করতে এসেছেন।


পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন। 

ভিডিওটি পোস্ট করে একজন ব্যবহারকারী বাংলায় ক্যাপশন হিসেবে লেখেন, "অলৌকিক "সুন্দর" দৃশ্য...প্রভূ শ্রী রামের "প্রাণ প্রতিষ্ঠার" আগে "অযোধ্যা নগরী" তে ঝাঁকে ঝাঁকে প্রবেশ করছে "জটায়ু"...জয় শ্রী রাম।"


পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন। এই পোস্টের আর্কাইভ এখানে দেখা যাবে।

তথ্য যাচাই 

বুম দেখে ভিডিওটি সাম্প্রতিক নয়। ২০২১ সালের অক্টোবর মাস থেকে সেটি সোশ্যাল মিডিয়ায় উপস্থিত রয়েছে।

আমরা এই ভিডিওর অংশগুলি গুগল লেন্স এবং রাশিয়ায় সার্চ ইঞ্জিন ইয়ানডেক্স দিয়ে রিভার্স সার্চ করায় ভিডিওটি সমেত বিভিন্ন পুরনো পোস্ট খুঁজে পাই।

২৪ মার্চ, ২০২২ তারিখে প্রকাশিত টিভি ৯ মারাঠির এক প্রতিবেদনের ছবিতে বুম একই ধরণের দৃশ্য দেখতে পায়। ওই প্রতিবেদনে ২৩ মার্চ, ২০২২ তারিখে আইপিএস আধিকারিক দীপাংশু কাবরার পোস্ট করা এই একই ভিডিওর উল্লেখ করে রিপোর্ট করা হয় ।

পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।

আমরা দেখি এই একই ভিডিও ৮ অক্টোবর, ২০২১ তারিখে একটি ফেসবুক পেজও পোস্ট করা হয়। যদিও ওই ফেসবুক পোস্টের বর্ণনায় ভিডিওটি তোলার তারিখ অথবা স্থানের উল্লেখ পাওয়া যায়নি।

আরবি ভাষায় লেখা এই ভিডিওর ক্যাপশনের অর্থ হল, "এই পাখির নাম আপনি কি জানেন?"

Full View

পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।

বুম এই ভিডিওটি ঠিক কোথায় ও কবে তোলা হয়েছে তা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। যদিও, আমরা নিশ্চিত হতে পারি ভিডিওটি বেশ কিছু বছরের পুরনো এবং ২০২১ সালেও তা পোস্ট করা হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। অতএব, এর মাধ্যমে নিশ্চিত হওয়া যায় ভাইরাল এই ভিডিওর সাথে সাম্প্রতিক অযোধ্যায় রাম মন্দিরে দেখতে পাওয়া দৃশ্যের দাবির কোনও যোগাযোগ নেই।


 


Tags:

Related Stories