সম্প্রতি সমুদ্রের ঢেউয়ে (Sea Waves) এক বড় নৌকাসহ এবং বহু গাড়ির ভেসে যাওয়ার একটি ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করে দাবি করা হয় জাপানে (Japan) সাম্প্রতিক ভূমিকম্পের (Earthquake) কারণে হওয়া সুনামির দৃশ্য এই ভিডিওতে দেখা যাবে।
বুম যাচাই করে দেখে ভিডিওটি পুরনো। ২০১১ সালের এই ভিডিওতে জাপানে সেসময় ভূমিকম্পের কারণে ঘটা এক সুনামির দৃশ্য দেখতে পাওয়া যায়।
সম্প্রতি জাপানে হওয়া এক ভূমিকম্পের কারণে প্রায় এখনও অবধি সেখানে নিরুদ্দেশ হয়েছেন ২০০-র উপর মানুষ, প্রাণ হারিয়েছেন অন্ততঃপক্ষে ৯০ জন। ভূমিকম্পের এই খবর ছড়িয়ে পড়ার পরই ভিডিওটি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয় এটি নতুন বছরের শুরুতেই জাপানে হওয়া ভূমিকম্প পরবর্তী সুনামির দৃশ্য।
একজন ব্যবহারকারী এই ভিডিও শেয়ার করে ক্যাপশন হিসেবে লেখেন,"জাপানের গতপরশুপহেলা জানুয়ারি দুপুরে জাপানে ভূমিকম্পের পর সুনামি দৃশ্য।"
এই পোস্ট দেখতে এখানে ক্লিক করুন। এই পোস্টের আর্কাইভ এখানে দেখা যাবে।
তথ্য যাচাই
বুম এর আগেও ২০২১ সালে এই একই ভিডিওর তথ্য যাচাই করে যখন ভিডিওটি অন্য এক ভুয়ো দাবি সহ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
আমরা এই ভিডিওর কয়েকটি ফ্রেমকে রিভার্স সার্চ করে ভিডিওটির দীর্ঘ সংস্করণ খুঁজে পাই। জাপানের সংবাদমাধ্যম এএনএন নিউজের ইউটিউব চ্যানেলে ভিডিওটির দীর্ঘতর সংস্করণ প্রকাশিত হয় ১৭ জানুয়ারী, ২০২০ তারিখে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।
ভিডিওর শিরোনামে হিসেবে লেখা হয়,"সুনামি, জাপান গ্রেট ইস্ট আর্থকয়েক-মিয়াকো সিটি, ইওয়াতে প্রিফেকচার, জাপান (১১ মার্চ, ২০১১)।" ওই রিপোর্টে থাকা তথ্য অনুযায়ী, গ্রেট ইস্ট জাপান নামক ভূমিকম্পের কারণেই ঘটে এই সুনামি।
এই সূত্র ধরে বুম একটি কিওয়ার্ড সার্চ করায়, আমরা ১৪ মার্চ ২০১১ তারিখে প্রকাশিত এবিসি সংবাদমাধ্যমের একটি প্রতিবেদন খুঁজে পাই। ওই প্রতিবেদনে বলা হয় প্রায় ৩০ ফিটের একটি বড় ঢেউ জাপানের বিভিন্ন এলাকার উপর আছড়ে পড়ে। ওই প্রতিবেদনে উপস্থিত ভিডিওর ১২তম সেকেন্ড থেকে ভাইরাল ভিডিওতে থাকা দৃশ্যের মিল লক্ষ্য করা যায়।
ওই প্রতিবেদনের থাকা দৃশ্যের সাথে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিওর দৃশ্যের একটি তুলনা নিচে দেখতে পাওয়া যাবে।
এই তুলনা থেকে আমরা লক্ষ্য করি ভাইরাল ভিডিওটি ২০১১ সালে জাপানে হওয়া সুনামির দৃশ্যগুলিকে উল্টো করে তৈরি করা হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ১১ মার্চ ২০১১ তারিখের দুপুরবেলার সময় একটি ৯.০ মাত্রার ভূমিকম্প এবং জাপানের পূর্ব উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষতি ঘটায়। এই ভূমিকম্পের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে এটি জাপানের হোনশু নামক সবচেয়ে বড় দ্বীপকে ২.৪ মিটার পূর্বদিকে ঠেলে দেয় এবং পৃথিবীর অক্ষরেখাকে আনুমানিক ভাবে ১০ থেকে ২৫ সেন্টিমিটার স্থানান্তরিত করে।
দ্য আটলান্টিক সংবাদমাধ্যমের প্রকাশিত প্রতিবেদনে এই ভূমিকম্পের কিছু ভয়াবহ দৃশ্য দেখতে পাওয়া যাবে।