মধ্যপ্রদেশের ভোপালের (Bhopal) একটি শ্মশানের (cremation ground) ছবিতে একাধিক চিতা জ্বলতে দেখা যাচ্ছে। সেই ছবিটি মিথ্যে দাবি সহ সোশাল মিডিয়ায় শেয়ার করে বলা হচ্ছে, সেটি গুজরাতের (Gujarat) একটি শ্মশানের দৃশ্য।
ভারতে কোভিড-১৯ সংক্রমণের বৃদ্ধি আর ফটো ও ভিডিওতে গুজরাটের শ্মশানগুলির ওপর প্রবল চাপের দৃশ্যের পটভূমিতে ছবিটি শেয়ার করা হচ্ছে। পশ্চিমবঙ্গের বর্তমান নির্বাচনের সঙ্গে ছবিটির একটি সংযোগ স্থাপন করে, বিজেপি-শাসিত গুজরাতে কোভিড পরিস্থিতির সমালোচনা করা হয়েছে।
ভাইরাল ছবিটির সঙ্গে দেওয়া ক্যাপশনে বলা হয়েছে, "বাংলার প্রিয় মানুষজন, এটা হল বিগত ২৫ বছর ধরে বিজেপি শাসিত গুজরাত। আপনারা কি বিজেপির সোনার বাংলা চান?"
ফেসবুকে ভাইরাল
একই ক্যাপশন দিয়ে ফেসবুকে সার্চ করলে দেখা যায়, সেখানেও একই মিথ্যে দাবি সমেত ছবিটি শেয়ার করা হচ্ছে।
আরও পড়ুন: কর্পূর ও জোয়ান শুকলে কী রক্তে অক্সিজেনের মাত্রা বাড়ে? একটি তথ্য-যাচাই
তথ্য যাচাই
বুম দেখে, ছবিটি মধ্যপ্রদেশের ভোপালের একটি শ্মশানে তোলা। সেটি গুজরাটের ছবি নয়, যেমনটা দাবি করা হচ্ছে।
আমরা 'গুগুল ইমেজেস' ব্যবহার করে ছবিটির রিভার্স ইমেজ সার্চ করি। দেখা যায়, ভাইরাল ছবিটি বেশ কয়েকটি সংবাদ প্রতিবেদনের সঙ্গে ব্যবহার করা হয়, এবং বলা হয় সেটি মধ্যপ্রদেশের ভোপালে ভদভদা শ্মশানের ছবি।
প্রতিবেদনটি দেখার জন্য ক্লিক করুন এখানে।
আমরা 'এনডিটিভি'র একটি রিপোর্টেও দেখতে পাই। তাতে বলা হয়, দৈনিক কাজের চাপ, কাঠের অভাব ও হাতের ফোস্কা নিয়ে শ্মাশানের কর্মীরা হিমশিম খাচ্ছেন।
১৪ এপ্রিল ২০২০ তে প্রকাশিত প্রতিবেদনটিতে মৃতদেহ সমেত সারি সারি অ্যাম্বুল্যান্স দাঁড়িয়ে থাকতে দেখা যায়। চিতা সাজানোর জায়গা পাওয়ার অপেক্ষায় সেগুলি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে। ভাইরাল ছবিটির মতই দৃশ্য দেখা যায় প্রতিবেদনটিতে। একই শ্মশান দেখা যায় ভাইরাল ছবিটিতে।