ফ্যাক্ট চেক

না, ১৯৯৪ সালে মার্কিন সফরে নরেন্দ্র মোদীর সঙ্গে ঠক কিরণ পটেল ছিলেন না

বুম যাচাই করে দেখে ছবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাঁ দিকে দাঁড়িয়ে থাকা ব্যক্তি কেন্দ্রীয় মন্ত্রী জি কিষেণ রেড্ডি।

By - Anmol Alphonso | 23 March 2023 5:26 PM IST

না, ১৯৯৪ সালে মার্কিন সফরে নরেন্দ্র মোদীর সঙ্গে ঠক কিরণ পটেল ছিলেন না

তিন দশক আগে মার্কিন যুক্তরাষ্ট্রে হোয়াইট হাউসের গেটের সামনে নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলা কেন্দ্রীয় মন্ত্রী জি কিষেণ রেড্ডিকে (G Kishan Reddy) ভুল করে সম্প্রতি গ্রেফতার হওয়া জালিয়াত কিরণ পটেল (Kiran Patel)-এর সঙ্গে গুলিয়ে ফেলা হয়েছে এবং ছবিটি ভুল দাবিতে ভাইরাল করা হয়েছে।

সম্প্রতি প্রধানমন্ত্রীর দফতরের শীর্ষস্থানীয় আধিকারিক হিসাবে নিজেকে জাহির করা কিরণ পটেলকে জম্মু-কাশ্মীর পুলিশ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে গুজরাতে বেশ কিছু লোককে সরকারি কাজের ঠিকা পাইয়ে দেবার চুক্তির আশ্বাসের প্রতারণা করার অভিযোগও রয়েছে।

প্রাথমিক তদন্তে জানা যায়, কিরণ পটেল নিজেকে ভারত সরকারের এক উচ্চপদস্থ আধিকারিক হিসাবে জাহির করেছিল এবং তাকে জম্মু-কাশ্মীরের পুলিশ মার্চ মাসের প্রথম সপ্তাহে শ্রীনগর থেকে গ্রেফতার করেছে। ১৮ মার্চ, ২০২৩ দ্য হিন্দু রিপোর্ট করে, কিরণের বিরুদ্ধে একাধিক ব্যক্তিকে প্রতারণা ও জালিয়াতি করে সুপরিকল্পিত ভাবে টাকা রোজগার করার অভিযোগ রয়েছে।

ভাইরাল হওয়া ছবিটিতে দেখা যাচ্ছে, নরেন্দ্র মোদী আমেরিকার ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে দাঁড়িয়ে রয়েছেন, তাঁর বাঁদিকে দাঁড়িয়ে থাকা কিষেণ রেড্ডিকেই ভুলক্রমে কিরণ পটেল হিসাবে শনাক্ত করা হচ্ছে।

ছবিটির ক্যাপশনে লেখা, “কিরণ পটেল, ১৯৯৩। এ তো দেখা যাচ্ছে মোদীজির পুরনো বন্ধুই।”




পোস্টটি দেখুন এখানে




 টুইটটি দেখুন এখানে

একই বিভ্রান্তিকর দাবি সহ ছবিটি ফেসবুকেও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।





তথ্য যাচাই

বুম দেখে নরেন্দ্র মোদীর বাঁ দিকে দাঁড়িয়ে থাকা ছবির ব্যক্তিটি কিরণ পটেল নয়, বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী কিষেণ রেড্ডি।

ক্যাপশনের সূত্র অনুসরণ করে আমরা ‘মোদীর ১৯৯৩ সালের আমেরিকা সফর’-এর প্রসঙ্গ তুলে অনুসন্ধান চালাই এবং ওই একই ছবি সহ বেশ কয়েকটি প্রতিবেদনও খুঁজে পাই।

২০১৪ সালের ২৬ সেপ্টেম্বর ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত এই প্রতিবেদনে যেমন শিরোনাম দেওয়া হয়—“মার্কিন মুলুকে নরেন্দ্র মোদী: হোয়াইট হাউসের ফটকের বাইরে থেকে বারাক ওবামার সঙ্গে নৈশভোজের উদ্দেশে যাত্রা!”

ছবিটি সংবাদসংস্থা পিটিআই-এর সরবরাহ করা এবং তার ক্যাপশনে লেখা, “এখানে ১৯৯৪ সালের ওয়াশিংটনে হোয়াইট হাউসের বাইরে বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে নরেন্দ্র মোদীকে দেখা যাচ্ছে জি কিষেণ রেড্ডির সঙ্গে (যিনি বর্তমানে তেলঙ্গানায় বিজেপির সভাপতি)।”



দেখুন এখানে। 

২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর ফেসবুকে কিষেণ রেড্ডি নিজে যে মূল পোস্টটি করেছিলেন, সেটিও আমরা খুঁজে পাই। সেখানে ভাইরাল ছবিটির সঙ্গে অন্যান্য ছবিও পোস্ট করা হয়েছিল এবং সেখানে উল্লেখ ছিল যে এগুলি ১৯৯৪ সালের ছবি, যখন মোদী তরুণ রাজনীতিবিদদের আমেরিকান কাউন্সিলের আমন্ত্রণে মার্কিন সফরে গিয়েছিলেন।

পোস্টটির ক্যাপশনে লেখা, “২০ বছর আগে ১৯৯৪ সালে নরেন্দ্র মোদী তরুণ রাজনৈতিক নেতাদের মার্কিন কাউন্সিলের আমন্ত্রণে আমেরিকা সফর করেছিলেন। সেই সময় কেন্দ্রীয় সার ও রসায়ন মন্ত্রী অনন্ত কুমারের সঙ্গে আমিও সেই দলের সদস্য ছিলাম। আজ পুনরায় তিনি ভারতের গর্বিত প্রধানমন্ত্রী হিসাবে সেই দেশ সফর করছেন। আসুন আজ আমরা ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কের এই গৌরবময় সন্ধিক্ষণে তাঁকে অভিনন্দন জানাই। সেই কালপর্বকে স্মরণীয় করে রাখতে আমার স্মৃতির সরণি থেকে আরও কিছু নমুনা হাজির করলাম!”


Full View



Tags:

Related Stories