২০১৭ সালে বেঙ্গালুরুর (Bengaluru) একটি হাসপাতালে এক চিকিৎসকের (doctor) হৃদরোগে (heart-attack) আক্রান্ত হয়ে মারা যাওয়ার মর্মান্তিক দৃশ্যের একটি সিসিটিভি ভিডিও (CCTV) শেয়ার করা হয়েছে। মিথ্যে ভাবে দাবি করা হয়েছে যে, ভিডিওটি মুম্বইয়ের (Mumbai)।
বুম যাচাই করে দেখেছে যে, ঘটনাটি বেঙ্গালুরুর বিনায়ক হাসপাতালের। হাসপাতাল সূত্রে সত্যতা স্বীকার করা হয়েছে।
১.০২ মিনিট দৈর্ঘের সিসিটিভি ভিডিওতে দেখা যাচ্ছে, এক মহিলা চিকিৎসক একটি রেজিস্ট্রিতে সই করার সময় হঠাৎ অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যাচ্ছেন। সিসিটিভি ফুটেজের উপরে বাম কোণে ১১-২৬-২০১৭ তারিখটি দেখা যাচ্ছে।
ভাইরাল হওয়া ভিডিওটির সঙ্গে ক্যাপশন দেওয়া হয়েছে, "মুম্বইয়ের বিনায়ক হাসপাতালের সিসিটিভি দৃশ্য। হৃদরোগ বিশেষজ্ঞ ডঃ সুনিতা হাসপাতালে রাউন্ড দেওয়ার সময় ম্যাসিভ হার্ট অ্যাটাকে মারা যান, তাঁর সহকর্মীরা তাঁর চিকিৎসার কোনও সুযোগই পাননি। জীবনে কোনও কিছুই নিশ্চিত নয়…।"
এই একই ভিডিও ফেসবুকেও মিথ্যে দাবির সঙ্গে বিপুল ভাবে শেয়ার করা হয়েছে।
তথ্য যাচাই
বুম দেখে ভাইরাল সিসিটিভি দৃশ্যটি মোটেই মুম্বইয়ের কোনও সাম্প্রতিক ঘটনার নয়। ঘটনাটি ২০১৭ সালের নভেম্বর মাসের কর্নাটকের বেঙ্গালুরুর একটি হাসপাতালে ঘটেছিল।
ফেসবুকে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ দিয়ে আমরা দেখতে পাই যে, এই একই ভিডিও ২০১৮ সাল থেকেই ভাইরাল হয়েছে। আমরা বেশ কয়েকটা পোস্ট দেখতে পাই যাতে ঘটনাটি কর্নাটকের বেঙ্গালুরুর বিনায়ক হাসপাতালের ঘটনা বলে উল্লেখ করা হয়েছে।
এক ফেসবুক ব্যবহারকারীও এই একই ভিডিও পোস্ট করেন এবং সেখানে ঘটনাটি কর্নাটকের বেঙ্গালুরুর বিনায়ক হাসপাতালে (Vinayaka Hospital) ঘটে বলে উল্লেখ করেন।
এই সূত্র ধরে আমরা 'বিনায়ক হাসপাতাল', 'বেঙ্গালুরু' এই জাতীয় কিওয়ার্ড দিয়ে সার্চ করি এবং দেখতে পাই যে, এই একই ভিডিও নিউজফ্লেয়ার নামে একটি ওয়েবসাইটে ২০১৭ সালের ২৬ নভেম্বর আপলোড করা হয়েছিল। ওই ভিডিওতে ক্যাপশন দেওয়া হয়, "ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হলেন হাসপাতালের চিকিৎসক।"
আমরা এই ভিডিওতেও একই ঘটনা পরম্পরা দেখতে পাই, সঙ্গে কিছু বাড়তি তথ্যও দেখতে পাই।
ভিডিওটির ডেসক্রিপশন অংশে উল্লেখ করা হয়েছে, "হাসপাতালে কর্মরত অবস্থাতেই ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হলেন এক চিকিৎসক। একটি সিসিটিভি ফুটেজে ভারতে ব্যাঙ্গালোরের এক হাসপাতালে চিকিৎসক ডঃ সুনিতাকে হাসপাতালে রাউন্ড দেওয়ার পর রোগীদের রেজিস্টারে সই করতে দেখা যাচ্ছে। তিনি নিজের কপালে এক বার হাত দিলেন, এবং তার পরই হঠাৎ পড়ে গেলেন। হাসপাতালের কর্মীরা দৌড়ে তাঁকে সাহায্য করতে যাচ্ছেন, ফুটেজে তাও দেখা যাচ্ছে।"
ভিডিওটি দেখার জন্য ক্লিক করুন এখানে।
এর পর হাসপাতালের এক মুখপাত্রের মন্তব্য উদ্ধৃত করা হয়েছে, যিনি ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। নিউজফ্লেয়ারের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, "হাসপাতালের এক মুখপাত্র ডঃ ভারত জানিয়েছেন যে, ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে ডাঃ সুনিতা মারা যান।" ওই প্রতিবেদনে ডাঃ ভারতের মন্তব্য উদ্ধৃত করা হয়েছে, "আমরা দ্রুত তাঁকে আইসিইউতে নিয়ে যাই এবং সঙ্গে সঙ্গে ইন্ট্রাকার্ডিয়াক ইঞ্জেকশন দেওয়া হয়। সমস্ত প্রয়োজনীয় চিকিৎসা করা হয়। কিন্তু চিকিৎসায় কোনও সাড়া পাওয়া যায়নি, এবং তিনি মারা যান। তিনি ডায়বেটিক ছিলেন এবং সুগার লেভেল খুব বেশি ছিল। কিন্তু তিনি তাঁর স্বাস্থ্য সম্পর্কে হাসপাতালকে কিছুই জানাননি।"
হাসপাতালে কর্মরত এক সূত্র থেকেও বুম নিশ্চিত ভাবে জানতে পেরেছে যে, ঘটনাটি বেঙ্গালুরুর বিনায়ক হাসপাতালেরই। যেহেতু তাঁর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি নেই, তাই তিনি তাঁর পরিচয় প্রকাশ না করতে অনুরোধ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক সেই সূত্র জানিয়েছেন, "ঘটনাটি এখানেই ঘটেছিল, তবে ৫-৬ বছর আগে। তাঁর (ডাঃ সুনিতা) হাই ব্লাড প্রেশার এবং সুগার ছিল, যার ফলে তাঁর হার্ট অ্যাটাক হয়।"