Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

কোচেল্লাতে কি গায়ক দিলজিৎ দোসাঞ্জ ভারতের জাতীয় পতাকার আবমাননা করেছেন?

বুম দেখে গায়ক দিলজিৎ দোসাঞ্জের মন্তব্যের ভুল ব্যাখ্যা করে মিথ্যে দাবি করা হচ্ছে ভারতের জাতীয় পতাকার অবমাননা করেছেন তিনি।

By -  Anmol Alphonso | By -  Runjay Kumar |

29 April 2023 11:43 AM GMT

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফর্নিয়ার কোচেল্লায় (Coachella) এক সঙ্গীত অনুষ্ঠানে পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জ (Diljit Dosanjh)-এর শ্রোতাদের সঙ্গে কথপকথনের ভিডিও মিথ্যে দাবি সহ শেয়ার করা হচ্ছে যে, অনুষ্ঠান চলাকালীন তিনি ভারতের জাতীয় পতাকার (Indian Flag) অবমাননা করেন।

ভিডিওটিতে দোসাঞ্জকে পাঞ্জাবি ভাষায় কথা বলতে শোনা যায়। শ্রোতাদের মধ্যে বসে থাকা একটি মেয়ের হাতে ভারতের জাতীয় পতাকার কথা উল্লেখ করে উনি তাঁর অনুষ্ঠানকে দেশের প্রতি উৎসর্গ করেন। তাঁর ওই কথার ভুল ব্যাখ্যা করে, সেটি মিথ্যে দাবি সমেত টুইটারে শেয়ার করা হচ্ছে।

দোসাঞ্জ হলেন প্রথম ভারতীয় গায়ক যিনি ক্যালিফর্নিয়ার ইন্ডিও-তে আয়োজিত কোচেল্লা ভ্যালি মিউজিক অ্যান্ড আর্ট ফেস্টিভ্যালে অংশ নেন। ওই ফেস্টিভ্যাল চলা কালে, উনি ১৫ এপ্রিল, ২০২৩ ও ২২ এপ্রিল, ২০২৩, দু’ দিন গান গান। তাঁর দ্বিতীয় প্রদর্শনের ভিডিও থেকে ক্লিপটি নেওয়া হয়েছে।

টুইটার অ্যাকাউন্ট পানফ্যাক্ট থেকে ১৮ সেকেন্ডের ভিডিওটি টুইট করা হয়। ক্যাপশনে বলা হয়, “আমেরিকায় এক সঙ্গীত উৎসবে একটি মেয়ে ভারতের পতাকা নাড়ালে, দোসাঞ্জ তাকে সাম্প্রদায়িক বিদ্বেষ উষ্কে দেওয়ার অভিযোগে অভিযুক্ত করেন। তিনি বলেন, ‘বিদ্বেষ ছড়িও না। সংগীত সকলের, কোনও একটি দেশের নয় @diljitdesanjh ভারতের তেরঙ্গার প্রতি কি তোমার কোনও শ্রদ্ধা নেই। #diljit #tricolor #Indianflag।”




টুইটটি দেখুন এখানে। টুইটটি আর্কাইভ করা আছে এখানে

টুইটার হ্যান্ডেল মি সিন্হা থেকেও ভিডিওটি টুইট করা হয়। ক্যাপশনে বলা হয়, “তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে কোনও সঙ্গীত অনুষ্ঠানে কেউ ভারতের তেরঙ্গা নাড়লে @দিলজিৎদোসাঞ্জ আপত্তি করে। উনি কোন পাসপোর্ট নিয়ে চলাফেরা করেন? খালিস্তান প্রজাতন্ত্রের? যে সব ভারতীয়রা এই ধরনের শিল্পীদের শোনেন, তাঁদের লজ্জা হওয়া উচিৎ।



টুইটটি দেখুন এখানে। আর্কাইভের জন্য এখানে

মিথ্যে দাবি সমেত ভাইরাল ভিডিওটি ফেসবুকেও শেয়ার করা হচ্ছে।



তথ্য যাচাই

বুম ওই সঙ্গীত অনুষ্ঠানের ভিডিওটি দেখে। এবং এটা স্পষ্ট হয় যে, তিনি ভারতের পতাকার অবমাননা করেছেন, এই মিথ্যে দাবি করার জন্য দিলজিৎ দোসাঞ্জ-এর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। উত্তরের বিভাগে, ভাইরাল টুইটটি সম্পর্কে অনেকগুলি মন্তব্য আসে। তাতে বলা হয়, দোসাঞ্জ পাঞ্জাবিতে কথা বলছিলেন। এবং ভারতের পতাকার বিরুদ্ধে তিনি কোনও মন্তব্য করেননি।



২০ সেকেন্ডের ভিডিওটিতে দোসাঞ্জ তাঁর অনুষ্ঠান দেখার জন্য সকলকে ধন্যবাদ জানান। এবং যে মেয়েটি ভারতের পতাকা এনে ছিল, তার কথা উল্লেখ করে তিনি তাঁর অনুষ্ঠানকে দেশের প্রতি উৎসর্গ করেন। ওই অনুষ্ঠানে যে কথপোকথন হয়, তার একটি বড় ভিডিওর খোঁজ করি আমরা। তার ফলে, ফেসবুকে আপলোড করা ৮.৩৭ মিনিটের একটি ভিডিওর সন্ধান পাই। ওই ভিডিওয় দোসাঞ্জের মন্তব্য পাঞ্জাবি থেকে অনুবাদ করে দেখা যায় যে, ভারতের পতাকার অবমাননা করার যে অভিযোগ তাঁর বিরুদ্ধে করা হচ্ছে, তা ঠিক নয়।

ভিডিওটির ৭.৪০ মিনিটের সময়চিহ্নে দোসাঞ্জ-এর মন্তব্য অনুবাদ করলে এই রকম দাঁড়ায়, “এ সবই আমার পাঞ্জাবি ভাই বোনদের জন্য। এই মেয়েটি আমার দেশের পতাকা হাতে দাঁড়িয়ে আছে। এই প্রোগ্রাম আমার দেশের জন্য। সঙ্গীত সকলের জন্য। সঙ্গীত কোনও একটি দেশের নয়। নেতিবাচক মনোভাব ত্যাগ করুন। হ্যাঁ ভাই, এটা তোমারও।”

তারপর ইংরেজি ভাষার ওপর নিজের দখল সম্পর্কে ঠাট্টা করে উনি বলেন, “আমার ইংরেজির সমস্যা একটি বড় সমস্যা। আমার ইংরেজি ভাল হলে আজ আমি কোথায় যে চলে যেতাম। আপনারা যেখান থেকেই এসে থাকুন না কেন, আমার ও কোচেল্লার তরফ থেকে আপনাদের স্বাগত জানাই। আপনার দেশ যেখানেই হোক, যেখানকার মানুষই হন আপনি, আমি আপনাদের ভালবাসি। সকলকে অনেক ভালবাসা ও শ্রদ্ধা। পাঞ্জাবিরা খুবই ভালবাসার পাত্র। সকলকে অনেক ভালবাসা।”

আমরা দেখি যে ভাইরাল ভিডিওটি মিথ্যে দাবি সমেত শেয়ার করা হয়, সেটি আসলে পোস্ট করে পাঞ্জাব কেশরী গ্রুপের অমৃতসর কেশরী। কিন্তু তাতে ভারতের পতাকাকে অশ্রদ্ধা করার কোনও উল্লেখ ছিল না।

তাছাড়া, তিনি জাতীয় পতাকার অবমাননা করেছেন, এই অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি একটি টুইট করেন।

পাঞ্জাবি থেকে অনুবাদ করলে সেটি দাঁড়ায় এই রকম, “মিথ্যে খবর আর নেতিবাচক মনোভাব ছড়াবেন না। আমি বলেছিলাম এটি আমার দেশের পতাকা। এটা আমার দেশের জন্য। তার মানে, আমার এই অনুষ্ঠান আমার দেশের জন্য। যদি পাঞ্জাবি না জানেন তাহলে গুগুলের সাহায্য নিন, বন্ধু। কোচেল্লা একটি বড় সঙ্গীত উৎসব। সব দেশের মানুষ এখানে আসেন। তাই সঙ্গীত সকলে ভাগ করে নেন। কী করে ঠিক জিনিস কে বেঠিক করতে হয় তা আপনাদের কাছে থেকে শিখতে হয়। সেটাও গুগুল করুন।”




Related Stories