Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

না, কাঁচা বাদামের স্রষ্টা ভারতীয় রেলে চাকরি পাননি

ভাইরাল ভিডিওটি যিনি তোলেন বুম তাঁর সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছে এই ব্যক্তি কাঁচা বাদামের গায়ক ভুবন বাদ্যকর নন।

By -  Anmol Alphonso | By -  Sk Badiruddin |

4 May 2022 5:57 PM IST

'কাঁচা বাদাম' (Kancha Badam) গানটির গায়কের সঙ্গে চেহারায় মিল আছে, ট্রেনের এমন একজন গার্ডের ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে এই মিথ্যে ক্যাপশন সমেত যে, ভারতীয় রেল-এ (Indian Railways) বাদ্যকরের চাকরি হয়েছে।

বুম দেখে, দাবিটি মিথ্যে। এবং ভিডিওতে যাঁকে দেখা যাচ্ছে, তিনি ভুবন বাদ্যকর নন।

'কাঁচা বাদাম' গানটি গেয়ে, বাদ্যকর এখন অতি পরিচিত। উনি মোটরসাইকেলে চড়ে, গ্রামে ঘুরে ঘুরে চিনে বাদাম ফেরি করতেন। তাঁর ওপর তোলা একটি ভিডিও তাঁকে বিখ্যাত করে তোলে। পশ্চিমবঙ্গের কুরালজুড়ি গ্রামে বাদ্যকর চিনে বাদাম বিক্রি করতেন।

ভিডিওটিতে ট্রেনের একজন উর্দি পরা গার্ডকে ওয়াকি-টকিতে কথা বলতে দেখা যাচ্ছে। ওই ভাইরাল ভিডিওটির সঙ্গে বাদ্যকরের 'কাঁচা বাদাম' গানটি জুড়ে দেওয়া হয়েছে।

ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, "এখন, রেলের ম্যানেজার হিসেবে চাকরি পেলেন কাঁচা বাদাম-এর গায়ক।"


দেখার জন্য এখানে ক্লিক করুন।

(হিন্দিতে লেখা ক্যাপশন: कच्चा बादाम सिंगर को मिली नौकरी बना रेलवे मैनेजर)

মার্চ ২০২২ থেকে একই মিথ্যে দাবি সমেত ভিডিওটি ফেসবুকেও ভাইরাল হয়েছে।

পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।


দেখার জন্য এখানে ক্লিক করুন।

আরও পড়ুন: নবী মহম্মদের জোব্বা দাবিতে ভাইরাল ইতালির মিশরীয় মিউজিয়ামে রাখা পোশাক

তথ্য যাচাই

বুম দেখে, ভিডিওটির ওই ব্যক্তি ভুবন বাদ্যকর নন। উনি হলেন, কে কে মুর্মু, ট্রেনের একজন প্রবীণ গার্ড।

ভিডিওটি ভাল করে দেখার ফলে, 'ডেইলি ট্র্যাভেল হ্যাক'-এর লোগোটি আমাদের নজরে আসে। ওই সূত্র ধরে আমরা ইন্টারনেটে সার্চ করি। তার ফলে, আমরা একটি ইউটিউব চ্যানেল দেখতে পাই। সেটি ও ভিডিওটি ডিসেম্বর ২০২১ ইনস্টাগ্রামে পোস্ট করেছিল। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, "যখন আমার ছেলে, তেজাস-এর গার্ডের সঙ্গে যেতে তৈরি হয়"।

ভাইরাল ভিডিওটির সঙ্গে ওই ভিডিওটির দৃশ্য মিলে যায়।

ইউটিউব চ্যানেল 'ডেইলি ট্র্যাভেল হ্যাক' যিনি চালান, সেই ধনঞ্জয় কুমার-এর সঙ্গে আমরা যোগাযোগ করি। কুমার বলেন তাঁর ছেলে যখন বিহারের বারাউনি জংশনে তেজাস এক্সপ্রেসে উঠছেন, তখন উনি ভিডিওটি তুলে ছিলেন। এবং ভিডিওটিতে যাঁকে দেখা যাচ্ছে, তিনি ভুপেন বাদ্যকর নন।

কুমার বুমকে বলেন, "উনি ভুপেন বাদ্যকর নন। ওনার নাম কে কে মুর্মু। ভারতীয় রেল-এ উনি অনেক দিন ধরে একজন উর্ধ্বতন গার্ড হিসেবে কাজ করছেন। এ বছর নভেম্বরে উনি অবসর নেবেন। অক্টোবর ২০২১-এ, বিহারের বারাউনি জংশনে আমি ভিডিওটি তুলি। তাতে আমার ছেলে দাক্স-এর গলার স্বরও শোনা যাচ্ছে।"

'কাঁচা বাদাম' গানটি সহ যে ছোট ভিডিওটি কুমার ইউটিউবে আপলোড করেন সেটির লিঙ্কটিও উনি আমাদের পাঠান। ওই ভিডিওটিই এখন মিথ্যে দাবি সমেত শেয়ার করা হচ্ছে।

সেটির ক্যাপশনে লেখা হয়, "কাঁচা বাদামের গায়ক ভাইরাল হওয়ার আগেই, গত বছর অক্টোবরে এই ভিডিওটি রেকর্ড করা হয়। ওনাকে তাঁর মতো দেখতে। কিন্তু উনি অনেক দিন ধরে ভারতীয় রেল-এ একজন ম্যানেজার হিসেবে কাজ করছেন। এই ভিডিও তোলার পেছনে আমার উদ্দেশ্য হল, এটা দেখানো যে, ওনাকেও তাঁর মতো দেখতে। ওনার বা ভারতীয় রেল-এর সম্মানহানি করা নয়। কাঁচা বাদাম-এর গায়ক ভুবন বাদ্যকর ট্রেনের ম্যানেজারের মতো।"

ছোট ইউটিউব ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।

আরও পড়ুন: ঐশী ঘোষের কপালে উধাও দাগ ভুয়ো দাবিতে ছড়াল সম্পাদনা করা ছবি

Tags:

Related Stories