কেদারনাথ মন্দির চত্বরে এক ব্যক্তিকে হাতের ওপর ভর করে হেঁটে বেড়াতে দেখা যাচ্ছে একটি ভিডিওতে। সেটি হোয়াটসঅ্যাপ ও সোশাল মিডিয়ায় এই বলে ভাইরাল হয়েছে যে, ২৬ বছর বয়সী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) যোগব্যায়াম করতে দেখা যাচ্ছে।
মন্দিরের পুরোহিত সন্তোষ ত্রিবেদীর সঙ্গে কথা বলে বুম। উনি জানান যে, ভাইরাল ভিডিওটিতে তাঁকেই দেখা যাচ্ছে। সেদিন, ২১ জুন, ২০২১, যোগ দিবস উপলক্ষে উনি যোগাসনের মাধ্যমে মন্দির প্রদক্ষিণ করছিলেন।
ভিডিওটির সঙ্গে দেওয়া হিন্দি ক্যাপশনে বলা হয়, "আজ একটি ভারি সুন্দর ছবি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৬ বছরের ছিলেন, তখন উনি কী ভাবে কেদারনাথ মন্দির পরিক্রমা করেন, তা আপনাদের একবার দেখা উচিত। আপনারা প্রধানমন্ত্রী (মহান যোগী) সম্পর্কে গর্ব বোধ করবেন।"
(হিন্দিতে লেখা ক্যাপশন: आज आप सभी के साथ एक बहुत ही सुंदर वीडियो शेयर कर रही हूं जब हमारे माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी 26 साल के थे ,तो उन्होंने किस तरह केदारनाथ मंदिर की परिक्रमा की थी, इसे आप एक बार अवश्य देखें. आपको भी अपने प्रधानमंत्री( महान योगी) पर बहुत गर्व महसूस होगा)
দেখার জন্য এখানে ক্লিক করুন।
ওই ভিডিওটি একই মিথ্যে দাবি সমেত ফেসবুকেও শেয়ার করা হচ্ছে।
ভিডিওটি বুমের হোয়াটসঅ্যাপ টিপলাইন নম্বরেও (৭৭০০৯০৬৫৮৮) আসে।
আরও পড়ুন: দেবী দুর্গা নিয়ে স্মৃতি ইরানির ভাষণের ভিডিও বিভ্রান্তিকর দাবিতে ছড়াল
তথ্য যাচাই
বুম দেখে ভাইরাল ভিডিওটি উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরে তোলা। ২১ জুন, ২০২১, আন্তর্জাতিক যোগ দিবসে, মন্দিরের পুরোহিত সন্তোষ ত্রিবেদী ওই ভাবে মন্দির পরিক্রমা করেন।
'কেদারনাথ' ও 'যোগ', এই কি-ওয়ার্ড দিয়ে আমরা সার্চ করি। তার ফলে, জুন ২০২১-এর বেশ কিছু ফেসবুক পোস্ট বেরিয়ে আসে। সেগুলিতে ভাইরাল ভিডিওর ওই ব্যক্তিকে উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরের পুরোহিত সন্তোষ ত্রিবেদী হিসেবে শনাক্ত করা হয়।
পোস্টের ক্যাপশনে বলা হয়, "অধ মুখ বৃক্ষাসন-এর মাধ্যমে কেদারনাথ মন্দির প্রদক্ষিণ করছেন মহান যোগী আচার্য সন্তোষ ত্রিবেদীজি।"
ত্রিবেদী আগেও কয়েকবার হাতের ওপর দাঁড়িয়ে মন্দির প্রদক্ষিণ করেছিলেন। সেই সংক্রান্ত সংবাদও আমরা দেখতে পাই।
দেখার জন্য এখানে ক্লিক করুন।
এরপর বুম সন্তোষ ত্রিবেদীর সঙ্গে যোগাযোগ করলে উনি বলেন, ভাইরাল ভিডিওটিতে তাঁকেই দেখা যাচ্ছে। ভিডিওটি ২০২১-এর আন্তর্জাতিক যোগ দিবসে তোলা হয়।
"ভাইরাল ভিডিওর ওই ব্যক্তিটি আমিই। বিগত তিন বছর ধরে, যোগ দিবসে, আমি ওই ভাবেই মন্দির প্রদক্ষিণ করছি। যে ভাইরাল ভিডিওটিতে আমায় হলুদ ধুতিতে দেখা যাচ্ছে, সেটি ২০২১-এর আন্তর্জাতিক যোগ দিবসে তোলা হয়," ত্রিবেদী বুমকে বলেন।
ত্রিবেদী আসল ভিডিওটিও আমাদের পাঠান। তাতে একই পোশাকে তাঁকে মন্দির প্রদক্ষিণ করতে দেখা যায়। আসল ভিডিওটিতে কোনও সঙ্গীত নেই। ভাইরাল ভিডিওতে তা জুড়ে দেওয়া হয়েছে।
এর আগে, নভেম্বর ২০২০তে, বিকেএস আয়েঙ্গার-এর যোগাসন করার একটি কালো-সাদা ভিডিও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগাসনের ছবি বলে ভাইরাল হয়।
আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে সরকার নজরদারি চালাচ্ছে দাবিতে ফের ছড়াল পুরনো গুজব