এক ব্যক্তি তার ফেজটুপি (Skull Cap) খুলে পাগড়ি বাঁধার ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দাবি করা হচ্ছে মুসলিম ব্যক্তি পাগড়ি পরে শিখ সাজার ভান করে কৃষক আন্দোলনে (Farmers Protest) যোগ দিচ্ছে।
বুম যাচাই করে দেখে দাবিগুলি মিথ্যে। ভিডিওটি ২০২২ সালের জুন মাসে পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার শেষকৃত্য অনুষ্ঠানের আগে আয়োজিত পাগড়ী বাঁধা শিবিরের।
১৩ ফেব্রুয়ারি ২০০ বেশি কৃষক সংগঠন মিলে ন্যূনতম সহায়ক মূল্যের আইনে নিশ্চয়তা, কৃষক ঋণমকুব এবং লাখিমপুর খেরি হিংসার শিকার হওয়া ব্যাক্তিদের ন্যায়বিচার সহ বিভিন্ন দাবিতে ‘দিল্লি চলো’ আন্দোলন শুরু করে। ২১ ফেব্রুয়ারি হরিয়ানা পাঞ্জাবের খনৌরী সীমান্তে কৃষক পুলিশ সংঘর্ষ রণক্ষেত্র চেহারা নেয়। পুলিশ বিক্ষোভকারী কৃষকদের উপর কাঁদানে গ্যাস ছুঁড়ে এবং লাঠিচার্জও করা হয়। এরই মধ্যে ২১ বছর বয়সী কৃষক শুভকরণ সিংহ নিহত হয়। কৃষক আন্দোলনের আবহেই সোশ্যাল মিডিয়া ভিডিওটি শেয়ার করা হচ্ছে।
ভিডিওটি ফেসবুকে শেয়ার করে তার ক্যাপশনে লেখা হয়, “সামনে লোকসভা ভোট...তাই যেমন খুশি তেমন সাজো ইভেন্ট নিয়ে "কৃষক আন্দোলন" এর নামে নাটক। মানুষ এদের চিনে গেছে খুব ভালো করে”
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
তথ্য যাচাই
বুম ভিডিওটির তথ্য যাচাই করে দেখতে পাই ভিডিওটি র্যাপার সিধু মুসেওয়ালার শেষকৃত্য অনুষ্ঠান শুরু হওয়ার আগে আয়োজিত পাগড়ী বাঁধা শিবিরের।
২৯ মে ২০২২ সালে পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালাকে পাঞ্জাবের মানসাতে হত্যা করা হয়। কানাডার গ্যাংস্টার গোল্ডি ব্রার মুসেওয়ালার হত্যার দায় স্বীকার করেছিলেন।
বুম ভিডিওটি লক্ষ্য করলে দেখতে পাই পেছনে একটি ব্যানারে সিধু মুসেওয়ালার একটি ছবি। এরপর আমরা ভিডিওটিকে কিছু মূল ফ্রেমে ভেঙে রিভার্স ইমেজ সার্চ করলে ওই একই দাবি সহ ভাইরাল হওয়া অন্যান্য ভিডিও দেখতে পাই।
ওই ভিডিওটিতে আমরা পাঞ্জাবিতে এক লেখা দেখতে পাই।
গুগল লেন্স দ্বারা লেখাটি বাংলাতে অনুবাদ হল, “পাগড়ি প্রশিক্ষণ শিবির, বীর সিধু মুসেওয়ালের শেষ প্রার্থনায়”
এরপর বুম ভিডিওতে থাকা ওই পাঞ্জাবি লেখা দিয়ে গুগলে কীওয়ার্ড সার্চ করলে সর্দারিয়ান ট্রাস্ট পাঞ্জাবের ১০ জুন ২০২২ তারিখের একটি ফেসবুক পোস্ট খুঁজে পাই। আমরা দেখতে পাই পোস্টটির ভিডিও এবং ভাইরাল হওয়া ভিডিওটি একই। ভিডিওটি ক্যাপশনে লেখা হয়, “মুসওয়ালার শেষ প্রার্থনা 'সরদারিয়ান ট্রাস্ট পাগড়ি আয়োজন করেছে, মুসলিম ও হিন্দু ভাইরা বলছেন আমাদেরও পাগড়ি সাজাতে হবে।”
আমরা সিধু মুসেওয়ালার ছবিসহ একটি ব্যানার ভিডিওটিতে দেখতে পাই।
এরপর সর্দারিয়ান ট্রাস্ট পাঞ্জাবের ফেসবুক পেজ ভালো করে লক্ষ্য করলে আমরা অন্যান্য ভিডিও এবং পোস্ট দেখতে পাই যেখানে তারা সিধু মুসেওয়ালর অনুগামীদের তার শেষকৃত্য অনুষ্ঠানে পাগড়ি পরে আসতে অনুরোধ করা হয়।
বুম সর্দারিয়ান ট্রাস্টের জেলা প্রেসিডেন্ট হারপ্রীত সিংহের সাথে যোগাযোগ করলে তিনি জানান ভিডিওটি ৮ জুন ২০২২ তারিখে মুসেওয়ালার শেষকৃত্য অনুষ্ঠানের আগে তোলা হয়। তিনি আরও বলেন, “মুসার বাবার অনুরোধে আমরা এই পাগড়ি বাঁধার শিবির আয়োজন করি।” হারপ্রীত সিংহ জানান তারা হামেশাই এই ধরনের শিবিরের আয়োজন করেন এবং কৃষক আন্দোলন সহ বিভিন্ন অনুষ্ঠানে বিনামূল্যে পাগড়ি, যাকে দাস্তার ও বলা হয়, দান করেন।
ভাইরাল ভিডিওতে থাকা ফেজটুপি পরা ওই ব্যক্তির উদ্দেশ্যে তিনি বলেন, “আমাদের আয়োজিত এই শিবিরে এক মুসলিম ব্যক্তি আসেন। তাই আমরা তাকেও পাগড়ি বেঁধে দিয়েছিলাম।”