Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

জাকির নায়েকের বক্তব্য শুনছেন মেসি ও নেইমার? ভাইরাল ভিডিও সম্পাদিত

বুম দেখে ২০১৭ সালে ফিফার অনুষ্ঠানের ভিডিওর সঙ্গে জাকির নায়েকের সম্পর্কহীন বক্তব্যের ভিডিও সম্পাদনা করে জোড়া হয়েছে।

By - Sk Badiruddin | 26 Dec 2022 10:52 AM GMT

সোশালমিডিয়ায় ভাইরাল হওয়া সম্পাদিত (doctored video)ভিডিওতে দাবি করা হয়েছে লিওনেল মেসি (Lionel Messi) ও নেইমার (Neymar) ভারতে দেশান্তরিত মুসলিম ধর্মগুরু জাকির নায়েকের (Zakir Naik) কোরান সংক্রান্ত আলোচনা শুনছেন।

বুম যাচাই করে দেখে ২০১৭ সালে ফিফার অনুষ্ঠানের ভিডিওর সঙ্গে জাকির নায়েকের সম্পর্কহীন বক্তব্যের ভিডিও সম্পাদনা করে জুড়ে ভাইরাল ভিডিওতৈরি করা হয়েছে।

সদ্য সমাপ্ত কাতারে অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্বকাপে মেসির নেতৃত্বে ১৮ ডিসেম্বর জয় ছিনিয়ে নিয়েছে আর্জেন্টিনা। নেইমারের ব্রাজিল ৯ ডিসেম্বর ক্রয়েশিয়ার সঙ্গে ৪-২ ফলাফলে হেরে এবারের বিশ্বকাপ থেকে ছিটকে যায়।

ফেসবুকে ভাইরাল হওয়া ১৩ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায় আর্জেন্টিনা ও ব্রাজিলের ফুটবল যথাক্রমে মেসি ও ফুটবল তারকানেইমার একসঙ্গে বসে ধর্মগুরু জাকির নায়েকের বক্তব্য শুনছেন।

ফেসবুক পোস্টটি শেয়ার করে ক্যাপশনলেখা হয়েছে, "মেসি নেইমার একসাথে বসে কোরআনের আলোচনা শুনতাছে ড জাকির নায়েক এর কন্ঠে"

একই দাবির দুটি ফেসবুক পোস্ট দেখুন এখানেএখানে

বুম দেখে একই দাবি সহ ভিডিওটি ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।

তথ্য যাচাই

বুম ভাইরাল ভিডিওটির দৃশ্যগুলি মূল ফ্রেমে ভেঙে নিয়ে রিভার্স সার্চ করে ইউএসএ টুডে স্পোটর্স-এরওয়েবাসাইটে ২৪ অক্টোবর ২০১৭ প্রকাশিত প্রতিবেদনে একই দৃশ্যের একটি ছবি খুঁজে পায়। মেসি ও নেইমারের পাশাপাশি বসে থাকা ছবিটিতে ফিফা টিভির লোগো রয়েছে। একই ছবি দেখা যাবে ওই দিন প্রকাশিত ভিয়েতনামি এক গণমাধ্যমেও

ওই দুই প্রতিবেদনে লেখা হয়েছে ছবিটি "বেস্ট ফিফাঅ্যাওয়ার্ড ২০১৭" এর অনুষ্ঠানে তোলা।

আমরা এইসূত্র ধরে "বেস্ট ফিফা অ্যাওয়ার্ড ২০১৭" ইউটিউবে কিওয়ার্ড সার্চ করে একই দৃশ্যের বেশ কতগুলি ভিডিও খুঁজে পাই।

ফিফারনিজস্ব ইউটিউব চ্যানেলে ২৪ অক্টোবর ২০১৭ আপলোড করা ভিডিওর ২৮ সেকেন্ড সময়ের পর একই দৃশ্য দেখা যাবে ছবিটির মতই। ভিডিওটির শিরোনাম, "ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রতিক্রিয়া, সেরা ২০১৭ ফিফা পুরুষ খেলোয়াড়" (মূল ইংরেজিতে: Cristiano Ronaldo reaction - The Best FIFA Men's Player 2017)

ফিফা ইউটিউব চ্যানেলে ২০১৮ সালের ১১ জুন আপলোড করা আরেকটি ভিডিওতে ১৩ সেকেন্ড সময়ের পর একই দৃশ্য দেখা যায়।

২০১৭ সালে ফিফা রোনাল্ডোকে "সেরা পুরুষ খেলোয়াড় ২০১৭" খেতাব দেয়। এব্যাপারে বিবিসি গণমাধ্যমের প্রতিবেদন পড়ুন এখানে।

বুম নিশ্চিত হয়েছে ভাইরাল ভিডিও ২০১৭ সালের দৃশ্য। তাঁর সঙ্গে জাকির নায়েকের সম্পর্কহীন বক্তব্যের ভিডিও সম্পাদনা করে জুড়ে ভাইরাল ভিডিও তৈরি করা হয়েছে। বুমের পক্ষে স্বাধীনভাবে জাকির নায়েকের ভিডিওর মূল দৃশ্য যাচাই করা সম্ভব হয়নি।

Related Stories