Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

কাতার বিশ্বকাপ: স্বাধীন ব্রাজিলের ২০০ বছর পূর্তির ছবি ভুয়ো দাবিতে ছড়াল

বুম যাচাই করে দেখে মূল ছবিটি ৭ সেপ্টেম্বর ২০২২ ব্রাজিলের স্বাধীনতা দিবসের দিন বোলসনারোপন্থী নাগরিকদের জমায়েত।

By - Sk Badiruddin | 19 Nov 2022 11:44 AM IST

সোশাল মিডিয়ায় ব্রাজিলের (Brazil) স্বাধীনতার ২০০ বছর পূর্তিতে বোলসনারোন্থী নাগরিকদের জমায়েতের ছবি ভুয়ো দাবিতে ছড়িয়ে দাবি করা হচ্ছে কাতার ফিফা ফুটবল (Qatar World Cup) বিশ্বকাপে ব্রাজিলের ফুটবল অনুরাগীদের ভিড়। একই ছবির রদবদল ঘটিয়ে দাবি করা হচ্ছে সেটি আর্জেন্টিনার (Argentina) সমর্থকদের কাতার বিশ্বকাপে উন্মাদনা।

বুম যাচাই করে দেখে মূল ছবিটি ৭ সেপ্টেম্বর ২০২২ ব্রাজিলের স্বাধীনতা দিবসের দিন বোলসনারোপন্থী নাগরিকদের জমায়েত।

কাতারে ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেন্বর পর্যন্ত চলবে ২০২২ ফিফা ফুটবল বিশ্বকাপ। ছবিটি এই প্রেক্ষিতেই সোশাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে।

ফেসবুকে ভাইরাল হওয়া ছবিটিতে দেখা যায় মাঠভর্তি হলুদ পোশাকে জনতার ঢল। ব্রাজিলের পতাকাও দেখা যায় ওই মাঠের ভিড়ে।

ছবিটি ফেসবুকে শেয়ার করে ক্যাপশন লেখা হয়েছে, "কাতার কোন ভাবেই থামছে না একের পর এক চমক দিয়ে যাচ্ছে ব্রাজিল ফ্যানরা।"

ফেসবুক পোস্টটি দেখা যাবে এখানে

আরেকটি ফেসবুক পোস্টে আর্জেন্টিনার পতাকা সহ একই রকম ছবির ক্যাপশনে লেখা হয়েছে, "কাতার কোন ভাবেই থামছে না একের পর এক চমক দিয়ে যাচ্ছে আর্জেন্টিনা খেলা হবে।"

তথ্য যাচাই

বুম ছবিটিকে রিভার্স সার্চ করে ২০২২ সালের সেপ্টেম্বর মাসে ছবিটিকে বিভিন্ন ব্রাজিলীয় গণমাধ্যমে প্রকাশিত হতে দেখে। ৭ সেপ্টেম্বর ২০২২ ছিল ব্রাজিলের স্বাধীনতা দিবসের দু'শো বছর পূর্তি। সবুজ ও হলুদ পোশাকে নিজেদের সাজিয়ে আনন্দে মাতেন ব্রাজিলবাসীরা।

প্রতিবেদনগুলি পড়ুন এখানেএখানে

বলসনারোপন্থী ব্রাজিলের নাগরিকরা এসপ্ল্যানাডা ডস মিনিস্টিরিস (Esplanada dos Ministérios)-এর মাঠে জমায়েতে অংশ নেয়।

একই দৃশ্যের ভিডিও দেখুন এখানে। একই জমায়েতের ভিন্ন মুহূর্তে তোলা ছবি দেখা যাবে পডার ৩৬০-তে।

ব্রাজিলের তৎকালীন রাষ্ট্রপতির জেষ্ঠ্য পুত্র ফ্লাভিও বোলসানারো তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে ৭ সেপ্টেম্বর ২০২২ একই জায়গার ভিন্ন মুহূর্তের ছবি টুইট করেন।

কাতারে আর্জেন্টিনার সমর্থকদের ঢল দাবি করা ছবিটি আসলে ব্রাজিলের ওই ছবিকেই ভোলবদল করা। নিচে ছবি দুটির তুলনা দেখুন।

Related Stories